মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভ্যানে চড়ে ফুটবলারদের বাড়ি ফেরা!

ঠাকুরগাঁও প্রতিনিধি

এই হারে লজ্জা নেই, গ্লানি নেই। কিন্তু নবজাগরণের সূত্রপাত করা মহিলা ফুটবলারদের কদর মোটেও বুঝতে পারেনি ঠাকুরগাঁওবাসী। তাই তাদের ঢাকা থেকে ৫৫০ কি.মি. পথ পাড়ি দিয়ে এই ক্ষুদে নারী ফুটবল খেলোয়াড়রা অবশেষে ট্রেন, লোকাল বাস ও ভ্যান যোগে ক্লান্ত শরীর নিয়ে ঠাকুরগাঁওয়ে ফিরতে হয়েছে। সরজমিনে গিয়ে দেখা গেছে, রবিবার সময় তখন ৭টা ১০ মিনিট। ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ রেল স্টেশনে একটি শাটল ট্রেন থামল। ট্রেন থেকে অন্য যাত্রীর মতো ক্লান্ত শরীরে একঝাঁক কিশোরী নামতে শুরু করল। তারা সবাই ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার রাঙ্গাটুঙ্গি অজোপাড়াগাঁয়ের দরিদ্র মহিলা ফুটবলার। যারা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবলের ফাইনালে উঠে রানার্সআপ হয়ে ইতিহাস গড়েছে।

সর্বশেষ খবর