সোমবার, ২০ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

শীর্ষে ওঠার লড়াইয়ে ঢাকা-কুমিল্লা

ক্রীড়া প্রতিবেদক

শীর্ষে ওঠার লড়াইয়ে ঢাকা-কুমিল্লা

বিপিএলের চলতি আসরে সূচনাটা ভালো হয়নি ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। দুই দলই বিপিএলের চ্যাম্পিয়ন। ঢাকা ডায়নামাইটস গত আসরের চ্যাম্পিয়ন এবং কুমিল্লা তৃতীয় আসরের চ্যাম্পিয়ন। এবারও শিরোপা প্রত্যাশী দুই দল। বিপিএলে দুই দল প্রথম ম্যাচে হেরেছিল সিলেট পর্বে সিলেট সিক্সার্সের কাছে। প্রথম ম্যাচের হারের ধাক্কা সামলে দুই দল এখন এগিয়ে চলছে দুরন্ত গতিতে। ঢাকা পরের পাঁচ ম্যাচে হারেনি একটিও। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও বাকিগুলো জিতেছে দাপুটে ক্রিকেট খেলে। কুমিল্লাও প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে নিয়ে পরের চার ম্যাচে টানা জিতেছে। ঢাকার পয়েন্ট ৬ ম্যাচে ৯ এবং কুমিল্লার পয়েন্ট ৫ ম্যাচে ৮। আজ দুই দল দুপুর ১ টায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ঢাকার ক্রিকেটার সাকিব আল হাসান, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, মোহাম্মদ শহীদরা রয়েছেন। ঘরোয়া ক্রিকেটে সবাই পরিচিত মুখ। বিদেশি ক্রিকেটারদের মধ্যে শহীদ আফ্র্রিদি, কুমার সাঙ্গাকারা, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, এভিন লুইসদের মতো মারকাটুরে ক্রিকেট রয়েছেন। দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে দারুণ খেলছে ঢাকা ডায়নামাইটস। দলটিকে এক সুতোয় গেঁথেছেন কোচ খালেদ মাহমুদ সুজন। যিনি আবার অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন বাংলাদেশ ক্রিকেট দলের। ঢাকার প্রতিটি বিদেশিই দারুণ পারফরম্যান্স করছেন। ওপেনার এভিন লুইস, আফ্রিদি আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে বড় স্কোরের ভিত গড়ে দিচ্ছেন। শেষ দিকে পোলার্ড চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে দলকে তুলে দিচ্ছেন জয়। সাঙ্গাকারা সময়োপযোগী ব্যাটিং করছেন। নারাইন দারুণ বোলিং করে প্রতিপক্ষের ব্যাটিং লাইন গুঁড়িয়ে দিচ্ছেন। এমন গোছানো দলের আজকের প্রতিপক্ষ কুমিল্লাও কিন্তু দারুণ খেলছে। দলটির স্থানীয় ক্রিকেটারদের মধ্যে ইমরুল রয়েছেন ফর্মে। রান করছেন লিটন দাসও। তামিম ইকবাল ফেরার পর দলের ব্যাটিংয়ে শক্তি বেড়েছে। এছাড়া বিদেশিদের মধ্যে ইংলিশ ক্রিকেটার জশ বাটলার পারফরম্যান্স করছেন প্রতি ম্যাচেই। ক্যারিবীয় ক্রিকেটার মারলন স্যামুয়েলস প্রতি ম্যাচেই রান করছেন। সুতরাং পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইটি দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

সর্বশেষ খবর