সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রেকর্ড করেই চলেছেন কোহলি

ক্রীড়া ডেস্ক

রেকর্ড করেই চলেছেন কোহলি

বিরাট কোহলি মানেই রেকর্ড। টেস্ট, ওয়ানডে ও টি-২০—তিন ফরম্যাটেই ভারতীয় অধিনায়কের ব্যাটে এখন রানের ফাল্গুধারা ফুটছে। তিন ফরম্যাট মিলিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন। একমাত্র অধিনায়ক হিসেবে এক মৌসুমে ১০টি সেঞ্চুরি করেছেন কোহলি। এর আগে ৯টি সেঞ্চুরি করে যৌথভাবে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথের। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে এখন ভারতের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও তার। কোহলির টেস্ট সেঞ্চুরি ১৯টি এবং অধিনায়ক হিসেবে ১২টি। কলকাতায় ১১ নম্বর সেঞ্চুরি করে ভারতীয় ক্রিকেটে লিজেন্ড সুনীল গাভাস্কারকে স্পর্শ করেছিলেন তিনি। তবে ১৩টি সেঞ্চুরি নিয়ে অধিনায়ক হিসেবে সবার উপরে রয়েছে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। রেকর্ড গড়ার দিনে কোহলি ডাবল করেছেন নাগপুরে। অধিনায়কের ডাবল সেঞ্চুরি দিনে আরও সেঞ্চুরি করেছেন মুরিল বিজয়. চেতেশ্বর পুজারা ও রোহিত শর্মা। চার সেঞ্চুরিতে স্বাগতিক ভারত ৬ উইকেটে ৬১০ রান তুলে ইনিংস ঘোষণা করে চালকের আসনে বসে পড়েছে। সফরকারী শ্রীলঙ্কা লড়ছে হার এড়াতে। প্রথম ইনিংসে ২০৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ১ উইকেটে ২১। আজ টেস্টের চতুর্থদিন নামবে শ্রীলঙ্কা ৩৮৪ রানে পিছিয়ে থেকে। কলকাতায় দলের চরম বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে পন্টিং ও স্মিথের পাশে নাম লিখেন কোহলি। গতকাল নাগপুরে খেলেন ২১৮ রানের ইনিংস। ডাবল সেঞ্চুরি করে তিনি এখন এক মৌসুমে সর্বোচ্চ ১০ সেঞ্চুরির রেকর্ডধারী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর