সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাকিবরা মাঠে নামছেন আজ

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

এমএ আজিজ স্টেডিয়ামে সবুজ মাঠের এক পাশে বিভিন্ন প্রকৃতির শাক চাষ করা হয়েছে। লাল-সবুজ পাতাগুলো দেখতে ভারি সুন্দর। এরই মধ্যে অনুশীলন করছেন ড্যারেন স্যামিরা। দীর্ঘ সময় ধরে ব্যাটিং অনুশীলন করলেন রাজশাহী কিংসের অধিনায়ক। ছক্কা মারার কৌশলটা রপ্ত করলেন ভালো করে। আজ বিপিএলের শীর্ষে থাকা খুলনা টাইটানসের মুখোমুখি হচ্ছেন স্যামিরা। সকালে সবার আগে অনুশীলনের পাট শেষ করেছেন খুলনার ক্রিকেটাররা।

চট্টগ্রামে এসে নিজেদের শীর্ষে তুলে নিয়েছে খুলনা টাইটানস। তবে কাজ এখানেই শেষ নয়। গতকাল অনুশীলন শেষে খুলনার আবু জায়েদ রাহি বললেন, ‘শীর্ষে থাকা সত্যিই স্বস্তির। তবে আমাদের কাজ শেষ হয়নি।’ এক অথবা দুইয়ে থাকার লক্ষ্য নিয়েই খেলছে খুলনা টাইটানস। পাশাপাশি বিপিএলে দেশি বোলারদের পারফরম্যান্স নিয়েও বললেন তিনি। রাহির মতে, বোলিংয়ে স্থানীয়রা ভালো করছে। এটা দেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য ভালো। ১৩ উইকেট শিকার করে তিনিই বিপিএলের শীর্ষে অবস্থান করছেন। গতকাল অনুশীলনে রাজশাহী কিংসের মুমিনুলও বললেন, আশার কথা। তার দল এক ধাপ উঠে এসেছে। এবার লক্ষ্য শীর্ষ চারে থাকা। তিনি বলেন, ‘গতবারও আমাদের অবস্থা এমনই ছিল। চট্টগ্রামে এসে ঘুরে দাঁড়িয়েছিলাম।’ এবারেও ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় রয়েছে দলটার মধ্যে। সুপার ফোরে খেলতে চান মুমিনুলরা। আর অধিনায়ক ড্যারেন স্যামি মোটামুটি নিশ্চিন্ত এখন। তিনি বলেন, ‘মুস্তাফিজ দলে ফেরায় আমাদের শক্তি অনেকটাই বেড়ে গেছে। এদিকে আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ খেলতে নামছে ঢাকা ডায়নামাইটস ও স্থানীয় দল চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচ খেলে ৯ পয়েন্ট সংগ্রহ করে সাকিব আল হাসান আর শহিদ আফ্রিদিদের ঢাকা ডায়নামাইটস আছে তিন নম্বরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর