সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বার্ষিক ৩ লাখ ডলারে শ্রীলঙ্কায় হাতুরাসিংহে

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির কাছে চিঠি লিখে চন্ডিকা হাতুরাসিংহেকে চেয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। দেশটির সভাপতির চিঠিই নিশ্চিত করে দেয় হাতুরাসিংহের বাংলাদেশ অধ্যায় শেষ। অবশ্য মাশরাফি, সাকিবদের কোচ থাকতে আগ্রহী নন তিনি, এটা দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে জানিয়ে দেন। তখনই গুঞ্জন ছিল দায়িত্ব নিচ্ছেন নিজ জন্মভুমি শ্রীলঙ্কার। যদিও দেশটির ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায়নি। এখন অবশ্য পরিষ্কার। এজন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে বছরে ৩ লাখ ডলার দিতে হচ্ছে হাতুরাসিংহেকে। বিসিবি তাকে দিতো মাসে ২৫ হাজার ৮০০ ডলার বা প্রায় ২০ লাখ টাকা। ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত হাতুরাসিংহে চুক্তিভুক্ত ছিলেন বাংলাদেশের সঙ্গে। নির্ধারিত সময়ের আগে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেওয়ায় জরিমানা গুনতে হবে হাতুরাসিংহেকে।

সর্বশেষ খবর