সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

কোরিয়ার বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

আগের দিন উদ্বোধন হয়েছে ২০তম এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপের। অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ এশিয়ার ৩৩ দেশ। গতকাল শুরু হয়েছে তীরন্দাজদের লড়াই। প্রথম দিনেই দলগত কম্পাউন্ড বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। বাছাইপর্বে কোরিয়া বিশ্বরেকর্ড গড়েছে ২১০৮ স্কোর করে। বাংলাদেশের স্থান সাত দলে ষষ্ঠ। রোকসানা (৬৮৪), বন্যা (৬৬৯) ও সুস্মিতা বনিক (৬৭৪) মিলে স্কোর করেছেন ২০২২। বিশ্বরেকর্ড গড়া কোরিয়ার চুই বোমিন ৭০৩, সু চাইউন ৭০৯ ও সং উইন সু করেছেন ৬৯৬ স্কোর। কম্পাউন্ড পুরুষ বিভাগে ৩৪২ স্কোরে মামুন ২১, ৩৩৩ স্কোরে নাজমুল হুদা ৩৩, ৩৩১ স্কোরে মিলন মোল্লা ৩৫ এবং ৩২৫ স্কোরে এহসান আহমেদ ৪২তম হয়েছেন। ৩৫৮ স্কোর করে সবার উপরে রয়েছেন কোরিয়ার কিম তাইউন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর