বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

বোলিংয়ে দেশিদের দাপট

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

বোলিংয়ে দেশিদের দাপট

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পঞ্চম আসরে চলছে বাংলাদেশি বোলারদের দাপট। এ আসরে চট্টগ্রাম পর্বের রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স ম্যাচ পর্যন্ত এগিয়ে রয়েছেন দেশি বোলাররা। তবে জাতীয় দলের ক্রিকেটারদের চেয়ে দলের বাইরে থাকা ক্রিকেটাররাই এগিয়ে রয়েছেন সাফল্যে।

বিপিএল পঞ্চম আসরে এখনো পর্যন্ত বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে মাহমুদুল্লাহ ছাড়া কোনো ব্যাটসম্যান নিজেদের নামে প্রতি সুবিচার করতে পারেননি। হাতে গোনা কয়েকটি ইনিংস ছাড়া বলতে গেলে প্রায় ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। তাই দলগুলোতে সাফল্যের জন্য নির্ভর করতে হয়েছে বিদেশি ব্যাটসম্যানদের রানের ওপর। কিন্তু ব্যাটসম্যানদের ঠিক উল্টো চিত্রই প্রদর্শন করছেন বাংলাদেশি বোলাররা। পুরো টুর্নামেন্ট জুড়েই চলছে দেশি বোলারদের দাপট। তারা অসাধারণ বোলিং নৈপুণ্য দেখিয়ে দলকে দিয়েছে একের পর এক সাফল্য। আসরে রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স ম্যাচ পর্যন্ত শীর্ষ ১০ বোলারদের মধ্যে ৭ জনই বাংলাদেশি বোলার। সাফল্য পাওয়া বোলারদের মধ্যে সেরা দুই জনই এখন রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাইরে। আসরে এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটে শিকার করেছেন জাতীয় দলের কড়া নাড়তে থাকা বাংলাদেশ ‘এ’ দলের মিডিয়াম ফাস্ট বোলার খুলনা টাইটানসের আবু জায়েদ। তার শিকার ৮ ম্যাচে ১৫ উইকেট। উইকেট শিকারে দ্বিতীয় স্থানে রয়েছেন বিপিএলের আবিষ্কার টি-২০ বিশেষজ্ঞ বোলার জাতীয় দলের বাইরে থাকা ঢাকা ডায়নামাইটসের আবু হায়দার রনি। ৮ ম্যাচে তার শিকার ১২। সমান সংখ্যক ম্যাচে ১২ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ। পরের স্থানটি ঢাকা ডায়নামাইটসের পাকিস্তানি অল-রাউন্ডার শহিদ আফ্রিদির। তিনি ৫ ম্যাচে সাজঘরে পাঠিয়েছেন ১১ ব্যাটসম্যানকে। পরের স্থানটি বিশ্বসেরা অল রাউন্ডার ও ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানের। ৮ ম্যাচে তার শিকার হন ১১ ব্যাটসম্যান। জাতীয় দলের বাইরে থেকে বিপিএল এ আসরে ঝলক দেখাচ্ছেন খুলনার শফিউল ইসলাম। ৭ ম্যাচে ১১ শিকার করে ৬ষ্ঠ স্থানে রয়েছেন এ মিডিয়াম পেসার। উইকেট শিকারে ৭ম স্থানে রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক ও রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ৯ ম্যাচে তার শিকার ১০। সমান সংখ্যক ম্যাচে ১০ উইকেট নিয়ে পরের স্থানটি দখল করে আছেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সিলেট সিক্সার্সের আবুল  হাসান। ৯ ম্যাচে ১০ উইকেট শিকার করে ৯-এ রয়েছেন কিউই পেসার রাজশাহী কিংসের জেমস ফ্রাঙ্কলিন। পরের স্থানে রয়েছেন একই দলের পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ সামি। ৬ ম্যাচে তার শিকার ৯। উইকেট শিকারের পাশাপাশি ম্যাচের সেরা বোলিং ফিগারও দখল করে রয়েছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা পর্বে পাঁচ উইকেট শিকার করেন। ওই ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৩.৫ ওভার ১৬ রান ৫ উইকেট। জাতীয় দলের বাইরে থাকা শফিউল ইসলামও নিয়েছেন ৫ উইকেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর