বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

মামুনের দিনে রোমানের বিদায়

ক্রীড়া প্রতিবেদক

মামুনের দিনে রোমানের বিদায়

আবুল কাশেম মামুন

ঘরের মাঠে এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সোনা জয়ের সম্ভাবনা নেই। কিন্তু পদক জুটতে পারে। পুরুষ কম্পাউন্ড এককে শেষ আট অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠেছেন আবুল কাশেম মামুন। কোয়ার্টারে উঠার লড়াইয়ে তিনি ১৪৬/১৪৫ পয়েন্টে হারান টুর্নামেন্টে সাত নম্বর র‌্যাঙ্কিংধারী কাজাকিস্তানের কারাবায়েকে। এর আগে প্রিকোয়ার্টার ফাইনালে মামুন ক্যারিয়ারে সেরা স্কোর করে হারান চাইনিজ তাইপের আর্চারকে।

মামুনের এই পারফরম্যান্স এখন পর্যন্ত বাংলাদেশের টুর্নামেন্টের সেরা। তার সাফল্যের দিনে শেষ ষোল থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের পরিচিত মুখ রোমান সানা। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়ান আরচ্যারিতে প্রথম সোনা জিতেছে দক্ষিণ কোরিয়া। মিশ্র দলগতের ফাইনালে কোরিয়ার দুই আর্চার কিম জঙ্গো ও সোচিও ১৫৭-১৫৩ পয়েন্টে ভারতের জ্যোতি সুরেখা ও অভিষেক বর্মাকে হারান। এই সোনা জয়ের মধ্যে দিয়ে প্রতিযোগিতার শ্রেষ্ঠত্ব ধরে রাখার পথে এগিয়ে থাকল কোরিয়ানরা। এই ইভেন্টে তামা জিতেছে কাজাখস্তান। লড়াইয়ে কাজাখস্তানের আকবর আলী কারাবায়ে ও মাকার তুক দিয়ানা ১৫৫-১৫১ পয়েন্টে হারান চাইনিজ তাইপের চিন লু জু ও পান ইউ পিংকে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৩৩টি দেশ অংশ নিচ্ছে ১০ সোনার লড়াইয়ে।

সর্বশেষ খবর