বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

জার্মানির খেলা পছন্দ নয় আর্জেন্টাইন কোচের

ক্রীড়া ডেস্ক

জার্মানির খেলা পছন্দ নয় আর্জেন্টাইন কোচের

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ চূড়ান্ত পর্বও নিশ্চিত করেছে। ইউরোপিয়ান অঞ্চলে বাছাই পর্বে সবকটি ম্যাচই জিতেছে জার্মানি। অনেকের দৃষ্টিতে এবারও তাদের বিশ্ব জয়ের সম্ভাবনা রয়েছে। চোখ বন্ধ করেই রাশিয়া আসরে জার্মানিকে অন্যতম ফেবারিট বলা যায়।

আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি অনেকের সঙ্গে একমত হতে পারছেন না। আর্জেন্টিনার সাংবাদিকতা বিভাগের কিছু শিক্ষার্থীর সঙ্গে আলাপকালে হোর্হে বলেন, ‘জার্মানি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন। সুতরাং অনেক ভেবে-চিন্তেই তাদের মূল্যায়ন করতে হবে। আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন। কিন্তু জার্মানিদের খেলা আমার পছন্দ নয়। বাছাই পর্বে সব ম্যাচ জিতেছে। তবুও দলটিকে গতিময় মনে হয়নি। আক্রমণগুলোও খাপছাড়া। ভাগ্যক্রমে গোল পেয়ে যাচ্ছে। এই দলের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। হোর্হেকে জিজ্ঞাসা করা হয় তাহলে কোন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে? ‘তিনি বলেন ভবিষ্যদ্বাণী করাটা কঠিন। আর্জেন্টিনাকে চূড়ান্ত পর্বে ঠাঁই পেতে অনেক ঘাম ঝরাতে হয়েছে। অনেকেতো ধরেই নিয়েছিলেন আমরা বিশ্বকাপে যাচ্ছি না। যাক সেই শঙ্কা কেটে গেছে অনেক আগেই। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও আর্জেন্টিনা জায়গা করে নিয়েছে ঠিকই।

সর্বশেষ খবর