সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফের ডাবল সেঞ্চুরি কোহলির

ক্রীড়া ডেস্ক


ফের ডাবল সেঞ্চুরি কোহলির

বিরাট কোহলি; এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের বিস্ময়কর এক নাম। টেস্ট, ওয়ানডে ও টি-২০, যে কোনো ফরম্যাটে ব্যাট হাতে নামলেই ভারতীয় অধিনায়কের ব্যাট যেন কথা বলতে থাকে। ২২ গজের উইকেটে রানের ছবি আঁকতে থাকেন। প্রতিপক্ষ বোলারদের সাধারণ মানে নামিয়ে রানের ফাল্গুধারা ছোটান। ব্যাট হাতে কতটা ভয়ঙ্কর হতে পারেন কোহলি, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শ্রীলঙ্কান বোলাররা। কলকাতা, নাগপুর হয়ে দিল্লি— কোহলির ব্যাট থেকে তিন টেস্টের চার ইনিংসে সেঞ্চুরি বের হয়েছে তিনটি এবং যার ডাবল সেঞ্চুরি দুটি। গতকাল দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ৬৩ টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ ২৪৩ রানের ইনিংস খেলেন। এই ডাবল সেঞ্চুরি শুধু তার ক্যারিয়ার সেরা নয়, রেকর্ডবুকেও নাম লিখিছেন আলাদাভাবে। ইনিংসটি খেলে তিনি এখন টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৬টি ডাবল সেঞ্চুরির মালিক। নাগপুরে তিনি শেষ করেছিলেন ক্যারিবীয় যুবরাজ ব্রায়ান লারার (৫) পাশে নাম লিখে। দিল্লিতে নিজেকে নিয়ে ঠাঁই দেন আলাদা উচ্চতায়। ভারতীয় অধিনায়কের ষষ্ঠ ডাবল সেঞ্চুরিতে দলের স্কোর ৭ উইকেটে ৫৩৭। সেঞ্চুরি করেছেন ওপেনার মুরলি বিজয়ও। নাগপুরেও সেঞ্চুরি করেছিলেন বিজয়। কিন্তু কোহলির কীর্তিতে আড়ালেই পড়ে গেলেন তিনি। জবাবে সফরকারী শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৩১। টেস্ট খেলেছেন এখন পর্যন্ত ৬৩টি। সেঞ্চুরি ২০টি। যার ডাবল সেঞ্চুরি ৬টি। অথচ প্রথম সেঞ্চুরি পান ১৪ নম্বর ইনিংসে। প্রথমবার সেঞ্চুরি করেন ৪২ নম্বর টেস্টে। এরপর ৪২ থেকে ৬৩, ২১ টেস্টে ডাবল সেঞ্চুরি তার ৬টি! অবিশ্বাস্য! ডাবল সেঞ্চুরিগুলো করেন ৪৪৯ দিনে। স্যার ডোনাল্ড ব্রাডম্যান প্রথম ৬টি ডাবল সেঞ্চুরি করেন ৫৮১ দিনে। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় অধিনায়ক কোথায় গিয়ে থামবেন? পাকিস্তানের সাবেক ফার্স্ট বোলার শোয়েব আক্তার কিছুদিন আগে বলেছিলেন, টেস্ট ও ওয়ানডে মিলিয়ে শচীন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি। ২৯ বছর বয়স্ক কোহলির টেস্ট ও ওয়ানডে মিলিয়ে সেঞ্চুরি ৫২টি। রেকর্ডের বরপুত্র কোহলি কোথায় গিয়ে থামবেন, সময় বলবে। ২০১৭ সালে এখন পর্যন্ত ১১ টেস্টে সেঞ্চুরি করেছেন ৬টি এবং যার তিনটি ডাবল সেঞ্চুরি। ১৪০ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানো ষষ্ঠ ক্রিকেটার কোহলি।

১৯২৮ ও ১৯৩৩ সালে ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড দুবার পরপর দুটি করে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ১৯৩৪ সালে ব্রাডম্যান, ১৯৯৩ সালে বিনোদ কাম্বলি, ২০০৭ সালে কুমার সাঙ্গাকারা এবং ২০১২ সালে মাইকেল ক্লার্ক টানা ডাবল সেঞ্চুরি করেছিলেন।

সর্বশেষ খবর