সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

সুযোগ হারাল রিয়াল

ক্রীড়া ডেস্ক

সুযোগ হারাল রিয়াল

স্প্যানিশ লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল বার্সেলোনা। শনিবার ন্যু ক্যাম্পে সেল্টাভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে কাতালানরা। আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ভালভারদের শিষ্যরা। শনিবার ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে সেল্টাভিগোই এগিয়ে গিয়েছিল। ইয়াগো ২০তম মিনিটে গোল করেন সেল্টাভিগোর পক্ষে। অবশ্য দুই মিনিট পরই দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান লিওনেল মেসি। মৌসুমে এই নিয়ে ১৩ গোল করে শীর্ষে আছেন আর্জেন্টাইন তারকা। ম্যাচের ৬২তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। অবশ্য ৭০তম মিনিটে ম্যাক্সিমিলিয়ানোর গোলে বার্সেলোনার সঙ্গে ড্র করেই মাঠ ছাড়ে সেল্টাভিগো। কাতালানরা পয়েন্ট হারানোতে সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। ব্যবধান কমানোর এই সুযোগ হাতছাড়া করল জিদানের শিষ্যরা। শনিবার রাতে রিয়াল মাদ্রিদ গোল শূন্য (০-০) ড্র করেছে বাস্ক ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে। কেবল পয়েন্টই নয়, অধিনায়ক সার্জিও রামোসকেও হারাল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮৬তম মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছেড়েছেন রামোস। বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমানোর দারুণ একটা সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ। তাছাড়া পয়েন্ট তালিকায়ও এক ধাপ নিচে নেমেছে জিদানের শিষ্যরা। অ্যাটলেটিকো মাদ্রিদ শনিবার ২-১ গোলে হারিয়েছে রিয়াল সুসিদাদকে। এর ফলে লা লিগায় ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট সংগ্রহ করে তিনে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেল রিয়াল মাদ্রিদ। ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা।

শনিবার স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে সেভিয়াও। তারা ২-০ গোলে হারিয়েছে দিপোর্তিভো। এছাড়াও গোল শূন্য ড্র করেছে মালাগা-লেভান্তে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর