শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

হতাশ করলেন বাকিরা

ক্রীড়া প্রতিবেদক

হতাশ করলেন বাকিরা

একসময় ফুটবলের পেছন পেছন হাঁটত ক্রিকেট। এখন দেশের সেরা দলগত ইভেন্ট ক্রিকেট। ক্রিকেট জোয়ারে ভাসছে গোটা দেশ। ক্রিকেট বলতে অজ্ঞান দেশের আমজনতা। ব্যক্তিগত ইভেন্ট বলতে সবার চেয়ে এগিয়ে ছিল দাবা। কিন্তু খুব বেশি দূর এগোতে পারেনি দাবা। দাবাকে হটিয়ে জায়গা করে নেয় শুটিং। কিন্তু সেখানেও এখন চরম হতাশায় ডুবতে হচ্ছে দেশকে। এস এ গেমস ও কমনওয়েলথ গেমসে পদক জয় ছাড়া আর কোথাও লড়াই করতে পারছেন না বাংলাদেশের শুটাররা। হতাশাজনক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আবদুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম ও রাব্বি হাসান। এই ত্রয়ী ব্যর্থ হয়েছেন ফাইনাল রাউন্ডে জায়গা নিতে। কমনওয়েলথ গেমসে রুপাজয়ী বাকি ছিলেন দলের মূল তারকা। তাকে ঘিরেই স্বপ্ন দেখছিল গোটা দেশ। কিন্তু ব্যর্থ হয়েছেন। ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ২৮ জনের মধ্যে ১২তম হয়ে বিদায় নিয়েছেন। রিসালাতুল ইসলাম হয়েছেন ১৬ আর রাব্বি হাসান মুন্না ১৮তম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর