শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকা ডায়নামাইটস ফাইনালে

ক্রীড়া প্রতিবেদক

কুমিল্লা ভিক্টোরিয়ানসকে গুঁড়িয়ে ফাইনালে উঠে গেল ঢাকা ডায়নামাইটস। সাকিবদের দেওয়া ১৯২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯৬ রানেই অলআউট কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৯৫ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে গত আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। কুমিল্লার সাত ব্যাটসম্যান আউট হয়েছেন দুই অঙ্কের কোটায় পৌঁছার আগেই। ১৬ রানে তিন উইকেট নিয়েছেন আফ্রিদি। মিরপুরে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। শুরুটা ভালো হয়নি। দলীয় ১১ রানের মাথায় ওপেনার মেহেদী মারুফের উইকেট হারায় ঢাকা। দ্বিতীয় উইকেটে ডেনলিকে নিয়ে ৬৯ রানের জুটি গড়েন এভিন লুইস। তারপর মিডল অর্ডারে ঝড় তোলে কাইরন পোলার্ড, শেষ দিকে দাপুটে ব্যাটিং করেন শহীদ আফ্রিদি। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে ঢাকা। সর্বোচ্চ রান আসে লুইসের ব্যাট থেকে। ক্যারিবীয় তারকা ৩২ বলে করেন ৪৭ রান। এ ছাড়া ডেনলি ৩২, পোলার্ড ৩১ এবং ৩০ রান আসে আফ্রিদির ব্যাট থেকে। কুমিল্লার পাকিস্তানি বোলার হাসান আলী মাত্র ১৬ রানে নিয়েছেন ৩ উইকেট। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত দাপট দেখালেও কাল ঢাকার সামনে দাঁড়াতেই পারেনি কুমিল্লা। তবে তাদের সামনে আরও একটি সুযোগ রয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিরুদ্ধে জিততে হবে।

সর্বশেষ খবর