শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

ঢাকায় আসছেন হাতুরাসিংহে

ক্রীড়া ডেস্ক

চন্ডিকা হাতুরাসিংহেকে ছেড়ে দিতে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতি সুমপাথিপালা চিঠি লিখেছিলেন বিসিবিকে। তখনই নিশ্চিত হয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্রের দায়িত্ব নিচ্ছেন তিনি। তা-ই হলো। সব জল্পনার অবসান ঘটিয়ে হাতুরাসিংহে এখন শ্রীলঙ্কান ক্রিকেট দলের কোচ। ২০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেবেন দলটির। একসময় দলটির সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন এবং পরে বহিষ্কারও হয়েছিলেন। হাতুরাসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ। এরপর তিনি দল নিয়ে বাংলাদেশ সফরে আসবেন। অবশ্য সিরিজ খেলতে আসার আগেই          ঢাকায় আসবেন বলে বিসিবি সূত্র জানিয়েছে। ঢাকায় এসে টাইগারদের দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণ দর্শাবেন। ২০১৯ সাল পর্যন্ত টাইগারদের দায়িত্বে থাকার কথা ছিল তার।

হাতুরাসিংহে গত অক্টোবরে হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব ছেড়ে দেন। যদিও তার কোচিং মেয়াদকাল ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। তার বিদায়ের পর বিসিবি নতুন কোচ নিয়োগে ব্যস্ত সময় পার করছে। এর মধ্যেই রিচার্ড পাইবাসের সঙ্গে আলোচনা করেছে ক্রিকেট বোর্ড। আলোচনা করবে ফিল সিমন্সের সঙ্গেও। আগামীকাল হয়তো সিমন্সের সঙ্গে বৈঠক হবে বিসিবির। এর পরই জানা যাবে কে হচ্ছেন বাংলাদেশের নতুন কোচ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর