বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রোহিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি

ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে

ক্রীড়া ডেস্ক

ওয়ানডে ক্রিকেট এখন মানুষের কল্পনাশক্তিকে হার মানাচ্ছে। সত্তর কিংবা আশির দশকে কখনোই মনে হয়নি ওয়ানডে ক্রিকেটে ৩০০ কিংবা ৪০০ রান হবে। নিয়মিতই হচ্ছে এখন। নব্বই দশকেও ক্রিকেটপ্রেমীরা কল্পনা করেননি কোনো ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করবেন। মানুষ ভেবেছেন। টাইম মেশিনে চড়ে কল্পনা করেছেন। এখন ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হচ্ছে এবং ভারতীয় ক্রিকেটার রোহিত একাই তিন তিনটি ডাবল সেঞ্চুরির বিরল রেকর্ড গড়েছেন। অবিশ্বাস্য! অথচ টেস্ট ক্রিকেটে তার কোনো ডাবল সেঞ্চুরি নেই। গতকাল মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ২০৮ রানের অপরাজিত ইনিংসটি তার ১৭১ ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় ডাবল সেঞ্চুরি। সব মিলিয়ে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সাত এবং তিনটির মালিকই রোহিত। শচীন টেন্ডুলকার, বিরেন্দার শেবাগ, ক্রিস গেইল ও মার্টিন গাপটিলের রয়েছে একটি করে ডাবল সেঞ্চুরি। ধর্মশালায় প্রথম ওয়ানডেতে হেরেছিল কোহলিবিহীন ভারত। মোহালিতে কোহলিবিহীন খেলতে নেমে ৪ উইকেটে ৩৯২ রানের পর্বতসমান স্কোর গড়ে স্বাগতিকরা। রোহিত ২০৮ রানের অপরাজিত ইনিংসটি খেলেন মাত্র ১৫৩ বলে ১৩ চার ও ১২ ছক্কায়। অথচ তার ইনিংসটি শুরুতে এতটা বিধ্বংসী ছিল না। প্রথম হাফসেঞ্চুরি করেন ৬৫ বলে। সেঞ্চুরি করেন ১১৫ বলে। পরের ১০৮ রান করেন মাত্র ৩৮ বলে! ১০১ থেকে ২০০ রানে পৌঁছান মাত্র ৩৬ বলে। অবিশ্বাস্য! ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরি ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। ২০১০ সালে গোয়ালিয়রে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৭ বলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ওটাই ছিল প্রথম ডাবল সেঞ্চুরি। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৯ বলে ২১৯ রানের ইনিংস খেলেন শেবাগ।

সর্বশেষ খবর