শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দোষ স্বীকার করেছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

দোষ স্বীকার করেছেন তামিম

উইকেটের সমালোচনা করায় তামিম ইকবালকে শোকজ করেছিল বিসিবি। গতকাল বেলা ১১টায় বিসিবির ডিসিপ্লিনারি কমিটির শুনানিতে সশরীরেই উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ওপেনার। নিজের দোষও স্বীকার করে নিয়েছেন। তাই তামিমের কোনো শাস্তি হয়নি। গতকাল শুনানি শেষে হাসি মুখেই বেরিয়ে তামিম বলেন, ‘সব ঠিক আছে।’  বিসিবি সূত্রে জানা যায়, যেহেতু তামিম ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ ক্রিকেটার, আর বোর্ডের চুক্তির শর্ত অনুযায়ী কোনো ক্রিকেটার প্রকাশ্যে এমন কথা বলতে পারবেন না যাতে বোর্ডে ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়। গতকাল রাতেই সংযুক্ত আরব আমিরাত চলে গেছেন তামিম। সেখানে ১০ ওভারের ক্রিকেট খেলবেন। এই প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে ১০ ওভারে ক্রিকেট। খেলবেন ‘পাখতুন’ দলে। সাকিবও কাল এই টুর্নামেন্টে খেলতে দেশ ছেড়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার খেলবেন কেরালা কিংসের হয়ে। বিসিবি মুস্তাফিজকে ছাড়পত্র দেয়নি।

সর্বশেষ খবর