শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

তিন জাতির টুর্নামেন্ট শুরু ১৫ জানুয়ারি

ক্রীড়া প্রতিবেদক

বিপিএল ধামাকা শেষ। টানা দেড় মাসের ব্যস্ততা শেষে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম. তামিম ইকবালরা এখন বিশ্রাম পাবেন কিছুদিন। তবে দুবাইয়ে টি-২০ ক্রিকেট খেলবেন দেশের দুই সেরা ক্রিকেটার সাকিব ও তামিম। বাকিরা প্রস্তুতি নিবেন ক্রিকেট যুদ্ধে নেমে পড়ার। বিপিএলের আমেজ শেষ হওয়ার আগেই গতকাল তিন জাতির ক্রিকেট টুর্নামেন্টের এবং বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ও টি-২০ সিরিজের সূচিও ঘোষণা করেছে বিসিবি। তিন জাতির টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া বাকি দুই দল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট খেলতে ১০ জানুয়ারি ঢাকায় পা রাখছে আফ্রিকান প্রতিনিধি জিম্বাবুয়ে এবং ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা আসবে ১৩ জানুয়ারি। অবশ্য সেদিন জিম্বাবুয়েরও বেশ কয়েকজন ক্রিকেটার আসবেন। তিন জাতির টুর্নামেন্ট শুরু ১৫ জানুয়ারি এবং ফাইনাল ২৭ জানুয়ারি। তিন জাতির টুর্নামেন্টের পরপরই বাংলাদেশ ও শ্রীলঙ্কা মেতে উঠবে দুই টেস্ট ম্যাচ সিরিজ ও টি-২০ সিরিজ খেলতে। ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এবং দ্বিতীয় টেস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ৮-১২ ফেব্রুয়ারি। তিন জাতির টুর্নামেন্ট খেলবে বলে দুই দেশের কোনো ওয়ানডে সিরিজ নেই। তবে দুটি টি-২০ ম্যাচ খেলবে পরস্পর পরস্পরের বিপক্ষে। ১৫ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টি-২০ ম্যাচ এবং ১৮ ফেব্রুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ। বিপিএলের প্রথম পর্বের ম্যাচগুলো হয়েছিল সিলেটে। খেলা দেখতে হুমড়ি খেয়ে পড়েছিল দর্শক। দর্শকপ্রিয়তার কথা ভেবেই সিলেটে একটি টি-২০ ম্যাচের ব্যবস্থা করেছে বিসিবি। তিন জাতির টুর্নামেন্ট ১৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে। একদিন বিরতি দিয়ে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৭ জানুয়ারি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে ফ্লাডলাইটে। তিন জাতির টুর্নামেন্ট ও টেস্ট এবং টি-২০ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু হবে ২৭ ডিসেম্বর।

সর্বশেষ খবর