মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

দুই আবাহনী মাঠে নামছে আজ

ক্রীড়া প্রতিবেদক

তলানিতে এসে থেমেছে বাংলাদেশের ফুটবল। হতাশা ছাড়া আর কিছুই নেই। দেশের ফুটবলের এমন ত্রাহিনকুল অবস্থায় আশার প্রতীক হয়ে উঠছেন মহিলা ফুটবলাররা। ডুবন্ত ফুটবলে আশার প্রতীক মহিলা ফুটবলাররা রবিবার বিজয়ের মাসে বিজয় উৎসব করার উপলক্ষ দিলেন বাংলাদেশকে। মহিলা ফুটবলারদের পারফরম্যান্সে যখন গোটা দেশের ফুটবলপ্রেমীরা আচ্ছন্ন, তখন বাংলাদেশ পেশাদার ফুটবল লিগের শিরোপা জিততে শেষ পর্বের লড়াইয়ে নামছে শেখ জামাল ধানমন্ডি, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী। চার রাউন্ড করে বাকি এখনো খেলা। কিন্তু শিরোপা লড়াইয়ে টিকে আছে এই তিন দল। এদের মধ্যে থেকেই চ্যাম্পিয়ন হবে কোনো এক দল। আজ চারদিনের বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে পেশাদার লিগের ১৯ নম্বর রাউন্ড। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার লড়াইয়ে নামছে দুই আবাহনী। যদিও পরস্পরের প্রতিপক্ষ হয়ে নয়। বিকাল সাড়ে ৪টায় ঢাকা আবাহনীর প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ এবং  সন্ধ্যা পৌনে ৭টায় চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়নের।

১২ দলের লিগের খেলা বাকি এখন চারটি করে। এই চার  রাউন্ডই নিশ্চিত করবে কে চ্যাম্পিয়ন হবে। কারা রেলিগেশন খেলবে। শিরোপা লড়াইয়ে টিকে থাকা তিন দলের পয়েন্ট ব্যবধান মাত্র এক। ১৮ ম্যাচে ১৩ জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে সবার উপরে শেখ জামাল। ৪২ পয়েন্ট করে দ্বিতীয় স্থানে যৌথভাবে দুই আবাহনী। তিন দল যেমন শিরোপা জিততে নামবে। তেমনই রেলিগেশন লড়াই কিন্তু জমজমাট। ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধার সঙ্গে রয়েছে ফরাশগঞ্জ, আরামবাগ ও রহমতগঞ্জ।

সর্বশেষ খবর