বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেলবোর্নের উইকেট নিয়ে সমালোচনা

ক্রীড়া প্রতিবেদক

মেলবোর্নের উইকেট নিয়ে সমালোচনা

রান হচ্ছিল না বিপিএলে। তাই উইকেট ও কিউরেটরের সমালোচনা করে ৫ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে দেশের সেরা ওপেনার তামিম ইকবালকে। তামিমকে জরিমানা করার ব্যাখ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা কোনো ক্রিকেটার এভাবে সমালোচনা করতে পারেন না। তামিম শর্ত ভেঙ্গেছেন বলেই তাকে জরিমানা গুনতে হয়েছে। শুধু তামিম নন, শৃঙ্খলা ভঙ্গের জন্য ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাব্বির রহমানকে। দুই ক্রিকেটারকে আর্থিক জরিমানা করার বিষয়টি এখন ‘টক অব কান্ট্রি’। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম উইকেটের সমালোচনা করে আর্থিক জরিমানা গুনলেন কোনো ক্রিকেটার। অথচ বক্সিং ডে টেস্ট-এর ভেন্যু এমসিজির উইকেট নিয়ে সমালোচনা করেছে ক্রিকেটের শাসক সংস্থা আইসিসি। শুধু তাই নয়, ড্রপ-ইন পিচকে বলেছে নিম্নমানের। সেটাও মেনেও নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া(সিএ)। সিএ-র প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘বক্সিং ডে টেস্ট উপলক্ষে এমসিসির উইকেটের আচরণ নিয়ে আমরা হতাশ। হতাশার কারণও আছে। পাঁচদিনের টেস্টে হাজারের উপর রান উঠেছে। কিন্তু উইকেট পড়েছে মাত্র ২৪টি। অথচ অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাসেজ সিরিজের অপরাপর টেস্টগুলোর ফল হয়েছে। মেলবোর্নের অনুষ্ঠিত বক্সিং ডে টেস্টটি ড্র হয়েছে।

সর্বশেষ খবর