বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

সুস্থ হয়ে উঠছেন মোমোদো বোহ

ক্রীড়া প্রতিবেদক

সুস্থ হয়ে উঠছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান স্ট্রাইকার মোমোদো বোহ। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পান তিনি। আঘাত মারাত্মক হওয়ায় মাঠ থেকেই তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয়। ধানমন্ডির একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আজ হাসপাতাল থেকে তাকে রিলিজ করা হতে পারে জানান শেখ জামালের কোচ মাহবুব হোসেন রক্সি, ‘মোমোদো বোহর অবস্থা এখন ভালো। সুস্থ হয়ে উঠছেন তিনি। আগামীকাল(আজ) হয়তো তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। লিগের বাকি দুটি ম্যাচও তিনি খেলতে পারবেন না।’ শনিবার শিরোপা প্রত্যাশী দুই দলের হেভিওয়েট লড়াইয়ে এই দুর্ঘটনাটি ঘটে। ম্যাচের শেষ দিকে মোমোদো বল নিয়ে ঢুকে পড়েছিলেন চট্টগ্রাম আবাহনীর বক্সে। সেখানে ট্যাকল করেন সুশান্ত ত্রিপুরা। ট্যাকলে মাঠে পড়ে যান গাম্বিয়ান স্ট্রাইকার। উঠে দাঁড়িয়েছিলেনও তিনি। কিন্তু পরমুহূর্তেই পড়ে যান মাঠে। এরপর সবাই ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সুশান্তর বুটের সঙ্গে আঘাত পাওয়ায় মাথায় ৭টি সেলাই করা হয় বলে জানা গেছে। মোমোদো বোহ এবার লিগে শুরু থেকেই শেখ রাসেলের নির্ভরযোগ্য ফুটবলারে পরিণত হন। অনেক গুরুত্বপূর্ণ ম্যাচই জয় এসেছে তার পারফরম্যান্সে। নিজে যেমন গোল করছেন তেমন সতীর্থদের গোলও করাচ্ছেন। মোমোদো খেলতে না পারলেও এ নিয়ে বিচলিত নয় কোচ রক্সি। তিনি বলেন, দলে রাফায়েল ও সলোমন কিং রয়েছে। তাছাড়া সবাই এখন আত্মবিশ্বাসি। ঢাকা আবাহনী ও ফরাশগঞ্জের বিপক্ষে আমরা ভালো খেলবো এবং জিতেই শিরোপা নিশ্চিত করবো। ৫ জানুয়ারি ঢাকা আবাহনী, ১১ জানুয়ারি ফরাশগঞ্জের বিপক্ষে লড়বে শেখ জামাল।

সর্বশেষ খবর