বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিরাপত্তা চাইলেন গার্ডিওলা

ক্রীড়া ডেস্ক

দিন কয়েক আগেই ম্যানচেস্টার সিটির বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইন ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছেন। এবার ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল জেসুসও মাঠের বাইরে ছিটকে গেলেন। ফুটবলাররা এভাবে ইনজুরি হওয়ায় সরব হয়েছেন ম্যানসিটির স্প্যানিশ কোচ পেপ গার্ডিওলা। তিনি বলেন, ‘আমি প্রিমিয়ার লিগের তারকাদের শারীরিক দক্ষতার প্রশংসা করি। কিন্তু রেফারিদের পক্ষ থেকে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কেবল সেরা তারকাদের নয়, সব ফুটবলারের।’ এই ব্যাপারে এমনকি ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গেও কথা বলার ইঙ্গিত দিলেন সাবেক এই বার্সা কোচ। পেপ গার্ডিওলা মনে করেন, অন্য যে কোনো লিগের তুলনায় ইংলিশ প্রিমিয়ার লিগে ফাউল করে পার পাওয়া যায়। কিন্তু এরও একটা সীমাবদ্ধতা থাকার দরকার বলে মন্তব্য করেন ম্যানসিটির এই স্প্যানিশ কোচ। অবশ্য গার্ডিওলা মনে করেন, কেউ ইচ্ছে করে কাউকে ফাউল করে না বা আঘাত দেয় না। কিন্তু এই কারণে অনেককেই দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে যেতে হয়। সেক্ষেত্রে ফুটবলেরই ক্ষতি হবে।

 

 

 

 

 

সর্বশেষ খবর