বুধবার, ৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

‘আইন অনুযায়ী শাস্তি হয়েছে’

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট পাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু সাব্বির রহমান ও তামিম ইকবালের শাস্তির বিষয়টি। সাব্বিরের রহমানকে ২০ লাখ জরিমানার পাশাপাশি বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ এবং ছয় মাসের জন্য ঘরোয়া লিগে নিষিদ্ধ করা হয়েছে। আর তামিম ইকবালকে জরিমানা করা হয়েছে ৫ লাখ টাকা।

তামিম ইকবাল উইকেটের সমালোচনা করার পর শুনানিতে সরিও বলেছেন, তারপরও রক্ষা পাননি। আর সাব্বিরকে সব মিলে প্রায় কোটি টাকার শাস্তি। এই দুই শাস্তির বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছে।

এ সম্পর্কে বিসিবির পরিচালক ও জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ বলেন, ‘ক্রিকেট খেলায় আইন তো আছেই।  আইন অনুযায়ী তাদের শাস্তি হয়েছে। কতটুকু কঠোর হয়েছে কতটা বেশি-কম হয়েছে সেটা আমি বলতে পারবো না। যদি কেউ অন্যায় করে  সেটার শাস্তি থাকবেই। আমার মনে হয় এটাকে খেলোয়াড়সুলভ মনোভাব নিয়েই দেখা উচিত। অনেকের  ক্ষেত্রে রিপিটেড কিছু ব্যাপার হয়েছে। আমরা  এটা চাই না। ন্যাশনাল প্লেয়ার ওরা হচ্ছে রোল মডেল। দেশের কাছে রোল মডেল। তাদেও কোনো বক্তব্য মানুষের কাছে খারাপ দেখাবে বা দেশকে ছোট করবে সেটা কোনোভাবেই বিসিবি ছাড় দেবে না।’

 

সর্বশেষ খবর