শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বার্সা ছাড়বেন মেসি!

ক্রীড়া ডেস্ক

বার্সা ছাড়বেন মেসি!

অনেক আলাপ-আলোচনার পর লিওনেল মেসির সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয়েছে বার্সেলোনা। গত নভেম্বরের চুক্তিতে ঠিক কী ছিল, তা এখনো স্পষ্ট করেনি কোনো পক্ষই। তবে লিওনেল মেসি যে বর্তমানে সর্বোচ্চ বেতনধারী ফুটবলার তা বার্সা প্রেসিডেন্ট বলেছিলেন। আর্জেন্টাইন জাদুকরও এ কারণেই বার্সেলোনার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছেন। তবে জুড়ে দিয়েছেন কঠিন এক শর্ত। কাতালোনিয়া স্বাধীন হয়ে গেলে একদম ফ্রি ট্রান্সফারে যে কোনো ক্লাবে চলে যেতে পারবেন মেসি। নতুন চুক্তি অনুযায়ী ন্যু ক্যাম্পে ২০২১ সাল পর্যন্ত থাকার কথা মেসির। কাতালোনিয়া স্বাধীন না হলে এই সময়ের মধ্যে অন্য কোনো ক্লাব মেসিকে বার্সার অমতে দলে নিতে চাইলে গুনতে হবে ৬২৩ মিলিয়ন ইউরো। এত টাকা দিয়ে কোনো ক্লাবই সম্ভবত নিতে পারবে না মেসিকে। কাতালোনিয়া স্পেন থেকে স্বাধীন হয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে। গণমতও তাদের পক্ষে রয়েছে। তবে স্পেন সরকার এখনো বিষয়টি মেনে নিতে পারছে না। এমনকি পশ্চিমা দুনিয়াও কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে নেই। তার পরও যে কোনো সময় স্বাধীন হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে বার্সেলোনাকে হয়তো কাতালোনিয়ার স্থানীয় লিগ খেলেই খুশি থাকতে হবে। বিষয়টি মাথায় আছে লিওনেল মেসির। স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডোর দাবি, মেসির মনে ভয় আছে, কাতালোনিয়া স্বাধীন হয়ে গেলে লা লিগা থেকে ছিটকে পড়বে বার্সেলোনা। সেরা ইউরোপিয়ান লিগের মধ্যে না থাকলে বিশ্বের বড় দলগুলোর বিপক্ষে খেলার সুযোগও হারাবেন তিনি। তাই চুক্তির সময় শর্ত জুড়ে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এতে কাতালোনিয়া স্বাধীন হলে অন্য কোনো বড় ক্লাবে চলে যেতে পারবেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর