শনিবার, ৬ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

খাজা-স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার জবাব

ক্রীড়া ডেস্ক

খাজা-স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার জবাব

আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। স্যার ডন ব্রাডম্যানের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সময়ে ৬ হাজার রান পূরণ করেছেন। সিডনি টেস্টের দ্বিতীয় দিনে ৪৪ রানে অপরাজিত রয়েছেন অসি দলপতি। ৯১ রানে ব্যাট করছেন ওসমান খাজা। তাদের দাপুটে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া দিন শেষে দুই উইকেট হারিয়ে করেছে ১৯৩ রান। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৪৬ রান। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও জবাবটা ভালোই দিচ্ছে।

স্মিথ ১১১ ইনিংস ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। চলতি অ্যাশেজ সিরিজে আগের চার ম্যাচে তিন সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। এ ম্যাচেও দারুন ব্যাটিং করছেন। গতকাল সংবাদ সম্মেলনে এসে স্মিথ সম্পর্কে তার সতীর্থ প্যাট কামিন্স বলেন, ‘আমাদের ভাবতেই খুব ভালো লাগে যে আমাদের দলে স্মিথের মতো একজন ক্রিকেটার আছেন। দলে যখন বড় স্কোরের প্রয়োজন হয় তখন স্মিথের প্রয়োজন সবচেয়ে বেশি হয়। স্মিথের বড় ইনিংসের পর বোলারদের ওপর থেকেও চাপ অনেকটা কমে যায়। আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে বোলটি করতে পারি।’

অ্যাশেজ সিরিজ ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। সব শেষ ম্যাচটি ড্র হয়েছে। তবে মেলবোর্নে পিছিয়ে ছিল অসিরা। কিন্তু দলকে বাঁচিয়ে দিয়েছেন স্মিথ দুর্দান্ত এক সেঞ্চুরি করে। গতকাল দারুন ব্যাটিং করেছন ওপেনার ডেভিড ওয়ার্নারও। তিনি খেলেছেন ৫৬ রানের দারুন এক ইনিংস। তবে ধৈর্যের পরিচয় দিয়েছেন ওসমান খাজা। তিনি ২০৪ বল খেলে করেছেন ৯১ রান। আজ খাজার সামনে সেঞ্চুরির সুযোগ রয়েছে।

 

সর্বশেষ খবর