রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দিনটি ছিল ওসমান খাজার

ক্রীড়া ডেস্ক

দিনটি ছিল ওসমান খাজার

আগের টেস্টটি একাই বাঁচিয়েছেন অ্যালিয়েস্টার কুক। সাবেক অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে টেস্ট টানা হার এড়ায় ইংল্যান্ড। ব্যাটসম্যান সহায়ক বলে মেলবোর্নের উইকেট নিয়ে সমালোচনা করেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। মেলবোর্নে ড্র হলেও প্রথম তিন টেস্ট জিতে অ্যাসেজ এর মধ্যেই নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিডনিতে খেলছে অ্যাসেজের পঞ্চম ও শেষ টেস্ট। এই টেস্টেও চালকের আসনে বসে পড়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন শেষে সফরকারী ইংল্যান্ড থেকে এগিয়ে রয়েছে ১৩৩ রানে। দিনটিকে পুরোপুরি নিজের করে নিয়েছেন পাকিস্তানি বংশোদ্ভুত বাঁ হাতি ব্যাটসম্যান ওসমান খাজা। খেলেছেন ১৭১ রানের নান্দনিক ইনিংস। খাজার দিনে দারুণ ব্যাটিং করেছেন দুই ভাই শ্যন মার্শ ও মিচেল মার্শও। শ্যন অপেক্ষায় চলতি সিরিজে দ্বিতীয় সেঞ্চুরির। একটি সেঞ্চুরি ও তিনটি হাফসেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৪৭৯ রান। সফরকারী ইংল্যান্ডের সংগ্রহ ৩৪৩।         

স্বাগতিক অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেটে ১৯৩ রান নিয়ে। খাজা অপরাজিত ছিলেন ৯১ রানে। গতকাল সেটাকে টেনে নিয়ে যান ১৭১ পর্যন্ত। ক্যারিয়ারে এটা ওসমানের ষষ্ঠ সেঞ্চুরি। গত বছর অবশ্য কোনো সেঞ্চুরি করতে পারেননি তিনি। খাজা সেঞ্চুরি করলেও অধিনায়ক স্মিথ সাজঘরে ফিরেন ৮৩ রানের প্রত্যয়ী ইনিংস খেলে। দুজনে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৮৮ রান। খাজাকে সাজঘরে ফেরান ২০ বছর বয়সী লেগ স্পিনার ম্যাসন ক্রেইন। খাজার ১৭১ রানের ইনিংসটি সাজানো ছিল ৩৮১ বলে। স্মিথ ও খাজার পর দিনটিকে নিজেদের করে নেন দুই ভাই শ্যন ও মিচেল মার্শ। দিন শেষে দুজনে অবিচ্ছিন্ন থেকে যোগ করে ১০৪ রান। শ্যন মার্শ অপরাজিত রয়েছেন ৯৮ রানে। মিচেল অপরাজিত রয়েছেন ৬৩ রানে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর