রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

নিষিদ্ধ ওয়েঙ্গার

ক্রীড়া ডেস্ক

গত সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচের সঙ্গে ১-১ গোলে ড্র করে মেজাজ খারাপ করেছিলেন আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার। ফলাফলটা মেনে নিতে পারেননি তিনি। রেফারিদের উপর খেপে গিয়েছিলেন ওয়েঙ্গার। ক্ষুব্ধ আর্সেনাল কোচ ম্যাচ শেষে রেফারিদের চেঞ্জিং রুমে গিয়ে অশোভন আচরণ করেন। এই অভিযোগে ডাগআউটে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন এই ফরাসি কোচ। নিষেধাজ্ঞার পাশাপাশি ৪০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে তাকে। ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) শুক্রবার এক বিবৃতিতে জানায়, ওয়েঙ্গার স্বীকার করেছেন, তার আচরণ ছিল অবমাননাকর ও খারাপ এবং রেফারিদের সততা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওই ম্যাচের ৮৯তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার ক্যালাম চেম্বার্সের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি মাইক ডিন। আর এটাই ওয়েঙ্গারের রাগের কারণ। আজ এফএ কাপের তৃতীয় রাউন্ডে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে নিষেধাজ্ঞার প্রথম ম্যাচ কাটাবেন ওয়েঙ্গার। আর লিগ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষে ও প্রিমিয়ার লিগে বর্নমাউথের বিপক্ষে আর্সেনালের ডাগআউটে দেখা যাবে না আর্সেন ওয়েঙ্গারকে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর