রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানকে হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের কন্ডিশন বরাবরই উপমহাদেশীয় দলগুলোর কাছে ভীতিকর। হার্ড ও বাউন্সি উইকেটগুলোর সঙ্গে সুইংও ভীষণ ভয়ের সঞ্চার করে উপমহাদেশীয় দলগুলোর মধ্যে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান এখন নিউজিল্যান্ডে। গতকাল ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম ওয়ানডে খেলেছে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে। প্রতিপক্ষের বোলার, ব্যাটসম্যান ছাড়াও সরফরাজ খানের পাকিস্তান হেরেছে বৃষ্টির কাছে। বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম্যাচটি পাকিস্তান হেরেছে ডার্ক ওয়ার্থ লুইস (ডিএল) মেথডে ৬১ রানে। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে দক্ষিণের দুয়ার নেলসনে।

ডিএল মেথডে হেরে গেলেও পাকিস্তানের পক্ষে একাই লড়েছেন ওপেনার ফখর জামান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে চির প্রতিপক্ষ ভারতের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় চলে আসা ফখর গতকাল ৩১৬ রানের টার্গেটে একাই দলকে টেনে নিয়ে যান। যদিও ৩০.১ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান খেলার পর খেলা হয়নি আর বৃষ্টিতে। খেলা হতে না পারায় ম্যাচ রেফারি ডিএল মেথডের শরণাপন্ন হন। তাতে দেখা যায়, বন্ধ হয়ে যাওয়া ওভারে স্বাগতিক নিউজিল্যান্ডের রান ছিল ২২৭। ফখর ওপেন করতে নেমে বন্ধ হয়ে যাওয়া সময় পর্যন্ত অপরাজিত ছিলেন ৮২ রানে। এর আগে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলারদের সাধারণ মানে নামিয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে। স্বাগতিকদের পর্বতসমান স্কোর গড়তে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি করতে খেলেন ১১৫ রানের ইনিংস। তবে ব্ল্যাক ক্যাপস অধিনায়কের ইনিংসটি নিচ্ছিদ্র ছিল না। ২৬ রানে প্রথম জীবন পান। সেই সুযোগকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত ১১৭ বলে খেলেন ইনিংসটি ৮ চার ও এক ছক্কায়। অবশ্য ওপেনার মুনরোও ছিলেন আক্রমণাত্মক মেজাজে। ৫৮ রানের ইনিংস খেলেন ৩৫ বলে ৬ চার ও ২ ছক্কায়।

সর্বশেষ খবর