রবিবার, ৭ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

দলে কোনো চমক থাকছে না

ক্রীড়া প্রতিবেদক

যে কোনো মুহূর্তে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করা হতে পারে। সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে। তবে এবারের দলে কোনো চমক থাকছে না বলে জানিয়েছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনি মিডিয়াকে বলেন, ‘চমক থাকবে না দলে। আমি বলেছি আমাদের প্রয়োজনে আমরা কম্বিনেশন সাজাবো। এক একটা প্লেয়ারের এক একটি স্পেসিফিকেশন আছে। এক একজন এক এক রকমের। ওই স্পেসিফিকেশন অনুযায়ী দল হবে। আপনি যদি ওয়ানডে ক্রিকেট দেখেন—ওয়ানডে ফর্মেটটা হচ্ছে ১-১০ ওভার, ১১-৪০ ও ৪০-৫০ ওভার তিনটা পাওয়ার প্লে। প্রথম দশে দুইজন পরেরটাতে ৪ জন ও পরেরটা ৫ জন। প্রথম দুইজনের মধ্যে নতুন বলে কে আমাদের উইকেট টেকার, মাঝখানে যে চার ফিল্ডার থাকবে সেখানে কোন বোলার আমাদের প্রটেক্ট করতে পারবে বা উইকেট নিতে পারবে ওই রকম চিন্তা করেই আমরা এগোচ্ছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর