শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

স্বাধীনতা কাপ ফুটবল শুরু মঙ্গলবার

ক্রীড়া প্রতিবেদক

প্রায় ছয় মাস ধরে মাঠে রয়েছে বাংলাদেশ পেশাদার ফুটবল লিগ। ১২ দলের পেশাদার লিগ শেষ হচ্ছে ১৩ জানুয়ারি। টানা খেলায় ক্লান্ত ফুটবলাররা। এরই মধ্যে লিগের শিরোপা নিশ্চিত করে নিয়েছে ঢাকা আবাহনী। রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ শেষ হওয়ার তিন দিনের মাথায় ফের মাঠে নেমে পড়তে হবে ফুটবলারদের। পেশাদার লিগে প্রতিটি দল একাদশ সাজিয়েছে দুজন বিদেশি নিয়ে। কিন্তু স্বাধীনতা কাপে বিদেশি খেলতে পারবে না। এর ফলে দেশি ফুটবলাররা নিজেদের প্রমাণের সুযোগ পাবেন। ৬০ লাখ টাকা বাজেটের টুর্নামেন্টটির চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ এবং রানার্সআপ পাবে ৩ লাখ টাকা। অংশগ্রহণকারী প্রতিটি দলকে দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও টুর্নামেন্টে থাকছে ফেয়ার প্লে ট্রফি, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার।

গত লিগের পয়েন্ট টেবিলের অবস্থান ধরে গ্রুপিং করা হয়েছে। টুর্নামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী খেলবে ‘ডি’ গ্রুপে। গ্রুপের প্রতিপক্ষ আরামবাগ ও নবাগত দল সাইফ স্পোর্টিং ক্লাব। পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাধীনতা কাপের রানার্সআপ আবাহনীর সঙ্গে ‘সি’ গ্রুপে খেলবে শেখ রাসেল ক্রীড়া চক্র ও টিম বিজেএমসি। ‘এ’ গ্রুপে খেলবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, মোহামেডান ও রহমতঞ্জ এবং ‘বি’ গ্রুপে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা ও ফরাশগঞ্জ। গতকাল বাফুফে ভবনে এই লটারি করা হয়। প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে কোয়ার্টার ফাইনাল। ফাইনালের তারিখ ঠিক হয়নি। তবে ফাইনালের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। এদিকে ২৩ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি কাপের প্লে অফের বাছাইপর্বের প্রথম ম্যাচ খেলবে সাইফ স্পোর্টিং। প্রতিপক্ষ মালদ্বীপের টিসি স্পোর্ট। অ্যাওয়ে ম্যাচ ৩০ জানুয়ারি মালদ্বীপের রাজধানী মালেতে। গতকাল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  বাফুফের সিনিয়র সহ সভাপতি এবং পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী।

গ্রুপ

এ          শেখ জামাল, মোহামেডান, রহমতগঞ্জ।

বি          ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, ফরাশগঞ্জ।

সি         আবাহনী, শেখ রাসেল, বিজেএমসি।

ডি         চট্টগ্রাম আবাহনী, আরামবাগ, সাইফ এসসি।

সর্বশেষ খবর