শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

ছুটি কাটিয়ে অনুশীলনে আঁখিরা

ক্রীড়া প্রতিবেদক

ছুটি কাটিয়ে অনুশীলনে আঁখিরা

নতুন বছরে নতুন স্বপ্ন আঁঁখিদের চোখে। সামনেই তাদের ব্যস্ত শিডিউল। তাই অনুশীলনে নেমে পড়েন তারা —বাংলাদেশ প্রতিদিন

বিজয়ের মাসে বাংলাদেশের কিশোরীরা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ট্রফি ঘরে তোলে মান্দা, আঁখিরা। শুধু অপরাজিত নয়, টুর্নামেন্টে কোনো গোল হজম করেনি। যা বাংলাদেশের ফুটবলে নতুন রেকর্ডই বলা যায়। সাফ জয়ের পর প্রায় দুই সপ্তাহ ছুটি কাটিয়েছে কিশোরীরা। এর মধ্যে অবশ্য গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সংবর্ধনায় যোগ দেন নারী ফুটবলাররা। এতে আরও উজ্জীবিত হয়েছে তারা। নতুন বছরে নতুন চ্যালেঞ্জ নিয়ে অনুশীলনও শুরু করেছে মনিকা চাকমা, আনুচিং, মার্জিনা, তহুরা, আঁখি খাতুনরা। বছরটা তাদের ব্যস্ততার মধ্যে কাটবে। হংকংয়ে চার জাতি, থাইল্যান্ডে ফুটসাল, সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ, এএফসি ১৬ ও এএফসি অনূর্ধ্ব-১৯ বাছাইপর্ব। তবে বড় টুর্নামেন্ট হচ্ছে ফিফা নারী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। আঁখিদের মূল চোখ থাকবে এখানেই। অনূর্ধ্ব-১৫ সাফ জিতে দেশের ঘুমন্ত ফুটবলকে জাগিয়ে তুলেছে মার্জিয়ারা। নতুন বছরেও জ্বলে ওঠার প্রত্যাশার প্রস্তুতিতে নেমে গেল তারা।

সর্বশেষ খবর