শুক্রবার, ১২ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জিতেই চলেছে পিএসজি

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। কিন্তু আলোচনাটা ঠিক নিজের দিকে টেনে নিতে পারেননি। সব আলোচনা ও ফোকাস থাকতো লিওনেল মেসির দিকে। নেইমার; ব্রাজিলের সেরা ফুটবল তারকা এখন। বিশ্বের অন্যতমও বটে। রেকর্ড পারিশ্রমিকে গত বছর যোগ দিয়েছেন ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। নেইমারের যোগ দেওয়ার পর আমূল পাল্টে গেছে দলটি। প্রতিপক্ষ দলগুলোকে দুমড়ে মুচড়ে ছুটে চলেছে দলটির জয়রথ। এরই মধ্যে টানা ৩৫ জয়ের রেকর্ড গড়েছে দলটি! সেটা আবার ঘরোয়া কাপ ফুটবলে। পরশু রাতে ফ্রেঞ্চ লিগ কাপে আমিয়ের বিপক্ষে ২-০ গোলে জিতে জায়গা নিয়েছে সেমিফাইনালে। সেমিতে খেলার সুযোগ পেলেও জয় পেতে ঘাম ঝরাতে হয়েছে পিএসজিকে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে শুরুতেই এগিয়ে যান নেইমাররা। ৫৩ মিনিটে দলকে এগিয়ে নেন নেইমার পেনালিটতে। ৭৮ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করেন আদ্রিয়ান রাবিও।

অ্যাঙ্গেল ডি মারিয়ার কর্নারে হেড করে পিএসজির জয় নিশ্চিত করেন রাবিওঁ।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর