মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

টি-২০তেও পাকিস্তান ধরাশায়ী

ক্রীড়া ডেস্ক

টি-২০তেও পাকিস্তান ধরাশায়ী

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে দুর্দান্ত ক্রিকেট খেলে। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হেসেখেলে শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তানকে চেনাই যাচ্ছে না নিউজিল্যান্ড সফরে। ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। ব্যাটসম্যানরা বিপর্যস্ত হয়েছেন প্রতিটি ম্যাচে। ব্যাটিং বিপর্যয় রয়েছে টি-২০ ক্রিকেটেও। ওয়েলিংটনে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফরে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জয়ীরা ধুঁকছে ৬-০ ব্যবধানে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের উইকেট ছিল ব্যাটসম্যানদের জন্য। কিন্তু স্বাগতিক বোলার টিম সাউদি ও সেথ রেন্সে সাঁড়াশি আক্রমণে বিপর্যস্ত হয়ে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ১৫ রানে মোহাম্মদ নওয়াজ, ফখর জামান ও উমর আমিনকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে সফরকারীরা। সেখান থেকে বাবর আজম ও হাসান আলি মানসন্মান বাঁচান দলের। বাবর সর্বোচ্চ ৪১ এবং হাসান খেলেন ২৩ রানের ইনিংস।  এছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি। স্বাগতিক বোলারদের মধ্যে রেন্স ও সাউদি নেন ৩টি করে উইকেট। ২টি উইকেট নিয়েছেন স্যান্টনার এবং একটি করে উইকেট নেন আনার কিচেন ও কলিন মুনরো। ১০৬ রানের টার্গেটে নিউজিল্যান্ড ৫৭ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে মুনরো ও রস টেলরের ৪৯ রানের জুটি গড়ে দলকে টেনে নিয়ে যান জয়ের বন্দরে। মুনরো সর্বোচ্চ ৪৯ রানে এবং টেলর অপরাজিত থাকেন ২২ রানে।

 

সর্বশেষ খবর