মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জাকিরের ডাবল সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

জাকিরের ডাবল সেঞ্চুরি

এবারের বিসিএলটা স্মরণীয় হয়ে থাকবে তুষার ইমরান ও আব্দুর রাজ্জাক রাজের কাছে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক গড়েছেন তুষার এবং রাজ্জাক রাজ প্রথম বোলার হিসেবে গড়েছেন ৫০০ উইকেট নেওয়ার মাইলফলক। আগের রাউন্ডে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছিলেন মুমিনুল হক সৌরভ। গতকাল বিসিএলের তৃতীয় রাউন্ডে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন জাকির হাসান। অনূর্ধ্ব-১৯ দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান গতকাল ক্যারিয়ারের ২৬তম ম্যাচে খেলেন ২১১ রানের ইনিংস। খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের খেলায় ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের পক্ষে ডাবল সেঞ্চুরি করেন। গতকাল ব্যাটিং করতে নামেন আগের দিনের ১৫৬ রানে অপরাজিত থাকা ইনিংস নিয়ে। শুভাগত হোমের বলে ব্যক্তিগত ২১১ রান করে তানভীর হায়দারের তালুবন্দী হন জাকির। প্রথম রাউন্ডে তিনি ১১৯ রানের ইনিংস খেলেছিলেন। জাকিরের ২১১ রানের ইনিংসটি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ নম্বর ডাবল সেঞ্চুরি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর