বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানকে টপকে যাবে বাংলাদেশ!

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তানকে টপকে যাবে বাংলাদেশ!

পাকিস্তান দুর্দান্ত খেলছিল। টানা ১৩ ম্যাচের ১২টিতে জিতেছিল তারা। তবে নিউজিল্যান্ডে গিয়েই পাকিস্তান ধপাস করে মাটিতে নেমে এসেছে। এর প্রভাব পড়ছে র‌্যাঙ্কিংয়েও। পাকিস্তানের এই অবনতিতে লাভ হচ্ছে বাংলাদেশের। টানা জয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে টাইগাররা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ এখনো অপরাজিত। টানা তিন ম্যাচ জিতেছে দুর্দান্তভাবে। পরের দুই ম্যাচেও বাংলাদেশই ফেবারিট। কিন্তু প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের রেটিং পয়েন্ট অনেকটা কম থাকায় টানা জয় পেলেও র‌্যাঙ্কিংয়ে খুব একটা উন্নতি হবে না বাংলাদেশের। বর্তমানে ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছে টাইগাররা। ৯৬ রেটিং পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজ জিতলে ৯৫ রেটিং পয়েন্ট অর্জন করবে বাংলাদেশ। অবশ্য ১ রেটিং পয়েন্টের ব্যবধান দূর হয়ে যেতে পারে যে কোনো সময়ই। ২০১৫ সালে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে পেছনে ফেলেছিল বাংলাদেশ। পাকিস্তানকে তাদের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বাজেতম অবস্থান ৯ নম্বরে ঠেলে দিয়ে নিজেরা উঠে এসেছিল আটে। এরপর ভারত, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, আফগানিস্তানকেও সিরিজে হারায় টাইগাররা। বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে ব্যবধান এখন তিন রেটিং পয়েন্ট।

 

সর্বশেষ খবর