বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জমকালো অনুষ্ঠানে যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক

উপজেলা ও বিভাগীয় পর্যায়ে যুব গেমস শেষ হয়ে গেছে। মার্চে ঢাকায় ২০ ডিসিপ্লিনে প্রায় ৩ হাজার প্রতিযোগী নিয়ে চূড়ান্ত পর্ব হবে। তৃণমূল পর্যায়ে প্রতিভার সন্ধানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে। গেমসের সদস্য সচিব বিওএর উপ-মহাসচিব অভিজ্ঞ সংগঠক আশিকুর রহমান মিকু দারুণ আশাবাদী। তিনি বলেন, উপজেলা ও বিভাগীয় পর্যায়ে বেশ কজন তরুণ-তরুণীর পারফরম্যান্স চোখে পড়েছে। আরচারি, সাঁতার, অ্যাথলেটিকস, কাবাডি, ভলিবলসহ বিভিন্ন খেলায় বেশ কজনার পারফরম্যান্স দেখে আমি মুগ্ধ। বিওএর পরিকল্পনা রয়েছে বিভিন্ন ডিসিপ্লিন থেকে খেলোয়াড় বাছাই করে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া। মার্চে চূড়ান্ত পর্বের কথা বলা হলেও এখনো তারিখ নির্ধারণ হয়নি। মিকু জানান, ২৯ জানুয়ারি বিওএর নির্বাহী কমিটির সভা রয়েছে। সেখানেই তারিখ নির্ধারণ হবে। আমাদের টার্গেট রয়েছে ৯ বা ১০ মার্চের মধ্যে চূড়ান্ত পর্ব শুরু করা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যুব গেমসের চূড়ান্তপর্ব উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

 

সর্বশেষ খবর