বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে শূন্য গ্যালারি

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

মাহমুদুল্লাহ রিয়াদ টস করতে মাঠে নামার সময় গ্যালারির দিকে তাকালেন একবার! কিন্তু হায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তখন খাঁ খাঁ করছে। কোনো দর্শক নেই। এমন দৃশ্য হয়তো মাহমুদুল্লাহর নিজের কাছেই অবিশ্বাস্য লাগছিল। চট্টগ্রামের দর্শকরা কি তবে টেস্ট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন! প্রথমে মনে হচ্ছিল, শীতের সকাল হওয়ায় দর্শকরা আসতে পারেননি। তাই বলে টসের সময় গ্যালারি শূন্য থাকবে! বেলা গড়ানোর পরও গ্যালারি খাঁ খাঁ করছিল।

টস জিতে মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। লোকাল হিরো তামিম ইকবাল বাইশগজে গিয়ে শুরু থেকেই ধুম ধারাক্কা ব্যাট চালাতে থাকেন। ছক্কা-চার হাঁকান। দ্রুত হাফ সেঞ্চুরিও করে ফেলেন। ততক্ষণে কয়েকশ দর্শক এসে গেছে। তাদের বেশির ভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী।

তবে দর্শক থাকুক না থাকুক শুরু থেকে দারুণ ব্যাটিং করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। টাইগারদের ব্যাটিং দেখে মনেই হয়নি এটা টেস্ট ম্যাচ! তামিম-মুমিনুলরা ব্যাট চালিয়েছেন ওয়ানডে স্টাইলে। তামিম হাফ সেঞ্চুরি করেছিলেন মাত্র ৪৬ বলে।

সর্বশেষ খবর