বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

পিএসজির টানা পঞ্চম ফাইনাল

ক্রীড়া ডেস্ক

টানা চারবার ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জয় করেছে পিএসজি। আরও একবার এই টুর্নামেন্ট জয়ের দিকে এগিয়ে চলেছে তারা। মঙ্গলবার রাতে সেমিফাইনালে ফ্রেঞ্চ লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় অষ্টমে থাকা রেনেকে ৩-২ গোলে হারিয়ে ফ্রেঞ্জ লিগ কাপে টানা পঞ্চম ফাইনাল নিশ্চিত করেছেন নেইমাররা। প্যারিসের ক্লাবটির পক্ষে গোল তিনটি করেন থমাস মুনিয়ের, মারকুইনহস ও জিওভানি। প্রতিপক্ষ রেনের পক্ষে গোল দুটি করেন স্যাখো ও প্রিচিচ। ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের চ্যাম্পিয়নরা আরও একবার ট্রফি হাতে নিতে প্রস্তুত। পিএসজি ফাইনাল নিশ্চিত করলেও অনেক ক্ষতি হয়ে গেল তাদের। ম্যাচের ৬৪তম মিনিটে প্রতিপক্ষ দলের এক ফুটবলারকে পিছন থেকে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি তরুণ কিলিয়ান এমবাপ্পে। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়েই নতুন করে মাঠে ফিরেছিলেন তিনি। এমবাপ্পে মাঠ ছাড়ার পরই দুটি গোল করে রেনে। অবশ্য শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। ফ্রেঞ্চ লিগ কাপে সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়ন পিএসজি। তাছাড়া এই টুর্নামেন্টে টানা শিরোপা জয়ের দিক দিয়েও এগিয়ে তারা। এই রেকর্ডটাকে কতদূর নিয়ে যাবে পিএসজি তা কেবল সময়েই জানা যাবে।

সর্বশেষ খবর