বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

জয়বাংলা ফুটবল লিগ শুরু ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, যশোর

বর্ণাঢ্য আয়োজনে যশোরে জয়বাংলা প্রথম বিভাগ ফুটবল লিগের লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল বিকালে যশোর জিলা স্কুল মাঠে এ উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানমালার। একই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সম্প্রতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ জাতীয় মহিলা ফুটবল দলকে। বিকালে আনুষ্ঠানিকভাবে লোগে উন্মোচন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ এমপি, নির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু, যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে জয়বাংলা প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হবে। যশোর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠেয় এ লিগের প্রথম খেলায় মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদ ও নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতি। মোট ১০টি ক্লাব এ লিগে অংশ নেবে।

সর্বশেষ খবর