বিশ্ব রেকর্ড গড়ার মাত্র পাঁচদিনের মধ্যে অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের। অকল্যান্ডের ইডেন পার্কে ট্রান্স তাসমান ট্রফির ফাইনালে স্বাগতিকদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল অসিরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে নিউজিল্যান্ড।
যে দল কিছুদিন আগে পাহাড় টপকিয়ে জয় পেয়েছিল। সেই অস্ট্রেলিয়ার কাছে এই টার্গেট মামুলিই বলা যায়। ১৪.৪ ওভারে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ১২১ রান তোলার পরই বৃষ্টি নামে। যে কারণে খেলা বন্ধ করে দিতে হয়। শেষ পর্যন্ত ম্যাচ আর শুরুই হতে পারেনি। ওই অবস্থাতেই ডার্কওয়ার্থ এবং লুইসের শরণাপন্ন হতে হয় ম্যাচ রেফারিকে। বৃষ্টি আইন ডার্কওয়ার্থ ও লুইসের তত্ত্বে ওই সময় জয়ের জন্য প্রয়োজন হতো ১০৩ রান। অর্থাৎ প্রয়োজনের চেয়েও ১৮ রান বেশি করে ফেলেছে ডেভিড ওয়ার্নারের দল। ফলে অস্ট্রেলিয়াকে ১৯ রানে বিজয়ী ঘোষণা করা হয়।