সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

চমক থাকছে শ্রীলঙ্কা ট্যুরে

ক্রীড়া প্রতিবেদক

চমক থাকছে শ্রীলঙ্কা ট্যুরে

নতুন বছরের শুরু ত্রিদেশীয় টুর্নামেন্ট দিয়ে। জয় দিয়ে সূচনা করেছিল বাংলাদেশ। কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগাররা। শুধু তিন জাতির টুর্নামেন্ট নয়, ব্যর্থ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজেও। সেই ব্যর্থতায় সব গেল, সব গেল বলে রব উঠেছে ক্রিকেটাঙ্গনে। সেই ধাক্কা সামলানোর সুবর্ণ সুযোগ সামনে এসেছে টাইগারদের। ৬ মার্চ শ্রীলঙ্কায় শুরু হচ্ছে তিন জাতির টুর্নামেন্ট। কলম্বোয় ওই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারত। দুই দেশ দল ঘোষণা করেছে এরই মধ্যে। আজ দল ঘোষণা করবে বাংলাদেশ। গতকাল আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বিসিবি। শ্রীলঙ্কার ৭০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির ক্রিকেট বোর্ড আয়োজন করেছে  তিন জাতির টুর্নামেন্ট। নির্বাচক প্যানেল আজ যে দল ঘোষণা করবে, তাতে চমক থাকতে পারে! মাশরাফি বিন মর্তুজা ফিরবেন কিনা, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সাকিব আল হাসান ফিরছেন নিশ্চিত করেই বলা যায়। কারণ, ইতিমধ্যে বিশ্বসেরা অলরাউন্ডার অনুশীলন শুরু করেছেন। আঙ্গুলে চোট পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজ খেলেননি সাকিব। তার জায়গায় দলকে নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ রিয়াদ। বেশ কয়েক দিন ধরেই ক্রিকেটপাড়ায় উড়ে বেড়াচ্ছে মাশরাফি বিন মর্তুজার নাম। ওয়ানডে অধিনায়ককে টি-২০ স্কোয়াডে ফেরানোর জন্য অনেক দিন ধরেই চাইছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রস্তাবও দিয়েছেন। তবে মাশরাফি প্রস্তাব গ্রহণ করেছেন কিনা, তা নিশ্চিত করে জানা যায়নি। মাশরাফি ফেরার বিষয়ে আগাম কিছু বলেননি। শোনা যাচ্ছে, মাশরাফি এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। গতকাল বিসিবি সভাপতির সঙ্গে আলাপ করেছেন বলেও মাঠে ভেসে বেড়াচ্ছে। যদিও এ বিষযে বিসিবির কেউ কিছু বলেননি। অবশ্য টাইগারদের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন কোনো ইঙ্গিত দেননি মাশরাফির ফেরার বিষয়ে। শুধু জানিয়েছেন, নিদহাস ট্রফিতে অভিজ্ঞ ক্রিকেটারদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, ‘অভিজ্ঞ ক্রিকেটারদের দিকে ফিরে যেতে হবে আমাদের। নিদহাস কাপে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়া ভারতও রয়েছে। টুর্নামেন্টটি দেশের বাইরে। তাই অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।’ টুর্নামেন্টের জন্য স্কোয়াডে নতুন মুখ দেখা যেতেও পারে। তবে সর্বশেষ টি-২০ সিরিজে  অভিষিক্ত আফিফ হোসেন. মেহেদি হাসান, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহিদদের মধ্যে বাদ পড়ার সম্ভাবনা বেশ কয়েকজনের। নাজমুল অপু ও রাহীকে দেখা যেতে পারে।

সর্বশেষ খবর