সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

মেসির জাদুকরী গোল

ক্রীড়া ডেস্ক

মেসির জাদুকরী গোল

বিস্ময়ের জন্ম দেওয়াই যেন তার কাজ। পায়ের কারুকাজে দর্শকদের মোহিত করাই যেন তার হবি। কিন্তু মাঝে মধ্যে তিনি ভোজভাজির মতো এমন কাণ্ড ঘটান যা সত্যিই ব্যাখ্যারও অতীত। ফুটবল মাঠে আগে যা কখনো ঘটেনি, অথবা ঘটে থাকলেও শিল্প মানে কয়েক ক্রোশ এগিয়ে। লিওনেল মেসিকে ব্যাখ্যা করাটা বেশ কঠিন। বার্সা কোচ ভালভার্দে যেমনটা দাবি করলেন, এই ছেলেটা সব সময়ই বিস্মিত করে দেয়। গত শনিবার ঠিক তাই করলেন মেসি। জিরোনার ডি বক্সের অনেকটা বাইরে থেকে এমন এক ফ্রি কিকে গোল করলেন যা কল্পনায়ও ভাবেননি প্রতিপক্ষ গোলরক্ষক। ভাবেননি জিরোনার ডিফেন্ডাররাও। মানব প্রাচীর তুলে মেসিকে রুখে দেবেন বলে দাঁড়িয়েছিলেন জিরোনার ডিফেন্ডাররা। মেসি ফ্রি কিক নিতেই লাফিয়ে উঠলেন। শরীর দিয়ে বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা। কিন্তু লিওনেল মেসির মাটি ঘেঁষা ফ্রি কিকের ঠিকানা হলো জিরোনার গোলমুখ। জালে জড়াল বল। বোকার মতো তাকিয়ে থাকা ছাড়া যেন কিছুই করার ছিল না জিরোনার গোলরক্ষকের! ফ্রি কিকে মেসির এই গোল যেন রূপ কথাকেও হার মানিয়েছে।

গত শনিবার নিজেদের মাঠে বার্সেলোনা খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের জয়ের খবর শুনে। অ্যালাভেসের বিপক্ষে সেই জয়ে দুটি গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ছাড়াও গেরেথ বেলে ও করিম বেনজেমা করেছেন একটি করে গোল। জিদানের শিষ্যদের এমন জয়ের খবর যেন তাতিয়ে দিয়েছিল কাতালানদের। জিরোনার বিপক্ষে মাঠে নেমেছিল অতিরিক্ত আত্মবিশ্বাস নিয়ে। মেসি-সুয়ারেজদের বিশ্রাম দেওয়ার কথা থাকলেও ভালভার্দে প্রথম একাদশই নামিয়ে দেন মাঠে। ন্যু ক্যাম্পের দর্শকরা দল দেখে নিশ্চিন্ত হয়ে বসার উদ্যোগ নিচ্ছে, এরই মধ্যে দুর্ঘটনা! জিরোনার পুর্তো তৃতীয় মিনিটেই গোল করে স্তব্ধ করে দেন ন্যু ক্যাম্পের গ্যালারি। অবশ্য লিওনেল মেসির বানিয়ে দেওয়া বল পেয়ে গোল করতে মোটেও দেরি করেননি লুইস সুয়ারেজ। বার্সা সমতায় ফিরে ম্যাচের পঞ্চম মিনিটেই। এরপর যেন গোল উৎসবেই মেতে ওঠেন মেসিরা। নেকড়ে যেমন শিকারের ওপর হামলে পড়ে ঠিক তেমনই মেসি-সুয়ারেজ-কটিনহোরাও জিরোনার ডিফেন্স লাইনে আক্রমণ করেন। জিরোনার ডিফেন্স লাইন বলতে কিছুই বাকি রাখেননি তারা। সুয়ারেজ হ্যাটট্রিক পূর্ণ করেন ৪৪ ও ৭৬ মিনিটে আরও দুটি গোল করে। লিওনেল মেসি করেন ৩০ ও ৩৬ মিনিটে দুটি গোল। কটিনহোর ডি বক্সের বাম কর্নার থেকে বাঁকানো শটে গোল করেন সেকেন্ড বারে। পুরো বার্সেলোনাই যেন নিজেদের শিল্প মানের প্রমাণ দেওয়ার জন্য মরিয়া হয়েছিল জিরোনার বিপক্ষে। দারুণ এ জয়ে লা লিগায় ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল বার্সেলোনা। সবমিলিয়ে নিজেদের রেকর্ডটাও ভেঙে দিল। লা লিগায় টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল কাতালানদের। গত মৌসুম ও চলতি মৌসুম মিলিয়ে টানা ৩২ ম্যাচ অপরাজিত মেসিরা। লা লিগায় চলতি মৌসুমে ২৫ ম্যাচ খেলে ৬৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে আছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অ্যাটলেটিকো মাদ্রিদ। ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর