সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

বিশ্বকাপ কর্নার

বিশ্বকাপ কর্নার

কাতার নয়, ইংল্যান্ড!

কাতারে বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্ল্যাটার। এরপর অনেক বিতর্কই হয়েছে এ নিয়ে। কাতারকে আয়োজক করতে নাকি বিপুল পরিমাণে ঘুষ নিয়েছিলেন ফিফার নির্বাহী কমিটির সদস্যরা। এ নিয়ে ফিফাতে এক বিপ্লবই ঘটে গেল। ব্ল্যাটার প্রশাসনের অনেকেই এখন আর ফুটবলে নেই। জিয়ানি ইনফ্যান্টিনো ফিফা সভাপতি নির্বাচিত হওয়ার পরই কাতারে বিশ্বকাপ আয়োজনের বিষয়টা নিয়ে সন্দেহ দেখা দিতে থাকে। ব্রিটিশ মিডিয়ার খবর, কাতারকে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থায় এমন চিন্তাই নাকি চলছে। যদি তাই হয়, ইংল্যান্ড ২০২২ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুত। কেবল বিশ্বকাপের আয়োজক হওয়ার জন্য দুর্নীতিরই আশ্রয় নেয়নি কাতার, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে— বিশ্বকাপের জন্য নির্মাণ কাজে ব্যবহৃত শ্রমিকদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলোর এমন দাবিকেই গুরুত্ব দিয়ে দেখছে ফিফা।

১৮ থেকে ৮০

রাশিয়া বিশ্বকাপে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে বিশ্বের প্রায় সব দেশ থেকেই আবেদন করেছিলেন আগ্রহীরা। তবে যাচাই-বাছাইয়ের পর ফিফা এবং বিশ্বকাপের আয়োজক কমিটি ১১২টি দেশের ১৭ হাজার ৪০ জনকে স্বেচ্ছাসেবকের ব্যাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্বেচ্ছাসেবক দলে আছে ১৮ বছরের তরুণ থেকে ৮০ বছরের বৃদ্ধও! ২০ বছর বয়সী এক রুশ স্বেচ্ছাসেবক আনাস্তাসিয়া বলেন, ‘নিজের দেশে বিশ্বকাপের আয়োজন আমার কাছে অনেক কিছু। আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে কেবল নিজেকে প্রমাণ করতে চাই না, দেশেরও নাম উজ্জ্বল করতে চাই।’ এসব স্বেচ্ছাসেবকের কাজ হবে বিশ্বকাপের সময় সমর্থকদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা, অফিশিয়ালদের এবং ফুটবলারদের নানা কাজে সহযোগিতা করা। এ ছাড়া মিডিয়া কর্মীদেরও নানা কাজে সাহায্য করবে স্বেচ্ছাসেবক দল। রাশিয়া বিশ্বকাপেই সর্বোচ্চ সংখ্যক স্বেচ্ছাসেবক নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফিফা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর