বুধবার, ৭ মার্চ, ২০১৮ ০০:০০ টা

পিছিয়ে পড়েও ম্যানইউর জয়

ক্রীড়া ডেস্ক

চেলসিকে হারিয়ে যেন নতুন করে নিজেদের খুঁজে পেয়েছে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ জয় নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। নিমানজা ম্যাটিচের শেষ মুহূর্তের গোলে রেলিগেশন অঞ্চলে থাকা ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়েছে মরিনহোর শিষ্যরা।

সোমবার রাতে ক্রিস্টাল প্যালেসের মাঠে খেলতে নেমে ম্যাচের ১১তম মিনিটেই পিছিয়ে যায় ম্যানইউ। স্বাগতিকদের পক্ষে গোলটি করেন অ্যান্ড্রোস টাউনসেন্ড। এরপর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে প্যাট্রিক ফন আনহল্টের গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে যায় মরিনহোর শিষ্যরা। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ক্রিস্টাল প্যালেস। অন্যদিকে পরাজয়ের শঙ্কা জেঁকে বসে রেড ডেভিলদের মনে। তবে ৫৫তম মিনিটে ক্রিস স্মলিংয়ের হেডে ব্যবধান ১-২ হলে অনেকটাই হাফ ছাড়ে মরিনহোর শিষ্যরা। ৭৬তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান রোমেলু লুকাকো। এরপর অতিরিক্ত সময়ের শেষদিকে ২৫ গজ দূর থেকে জোরালো ভলিতে গোল করে দলকে দারুণ জয় উপহার দেন নিমানজা ম্যাটিচ। লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে ইউনাইডেটকে দারুণ এক জয় এনে দেন ম্যাটিচ। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে লিভারপুলকে ছাড়িয়ে দুইয়ে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা লিভারপুল আগামী শনিবার খেলতে যাবে ওল্ড ট্র্যাফোর্ডে। ৭৮ পয়েন্ট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটি। ৫৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। ৫৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার জন্য লড়ছে চেলসি। ৪৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাবনা প্রায় শেষ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর