রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

প্রতিপক্ষ হংকং তবু সতর্ক বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষ হংকং তবু সতর্ক বাংলাদেশ

প্রত্যাশিত জয় দিয়ে মিশন শুরু করেছে রাসেল মাহমুদ জিমিরা। শুক্রবার ওমানে অনুষ্ঠিত এশিয়ান গেমস বাছাইপর্ব হকিতে ৫-০ গোলে থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ। ম্যাচ যে বাংলাদেশ জিতবে এ নিয়ে সংশয় ছিল না কারোর। গোল সংখ্যা কত হবে এটাই ছিল অপেক্ষা। পাঁচ জনের পাঁচ গোলে বাংলাদেশ জয় পেয়েছে। তবে ব্যবধানটা আরও বড় হওয়া উচিত ছিল বলে অনেকে মনে করেন। থাইল্যান্ড অনেক দিন ধরে হকি খেললেও মানের উন্নয়ন ঘটাতে পারেনি। অথচ অর্থ খরচ করছে প্রচুর। সেই থাইল্যান্ডকে ১০ গোলে হারালেও অবাক হওয়ার কিছু থাকত না। যাক জয়তো এসেছে। একদিন বিরতির পর গ্রুপ পর্বে আজ আবার বাংলাদেশ খেলতে নামছে। প্রতিপক্ষ হংকং। এই দেশটিও অনেক দিন ধরে হকি খেললেও এগুতে পারেনি। তাই দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ জিতবে এই প্রত্যাশা করা যেতে পারে। দুর্বল প্রতিপক্ষ হলেও হংকংকে হালকা করে দেখছে না বাংলাদেশ। কোচ মাহবুব হারুন বলেছেন, সবাইকে যোগ্য প্রতিপক্ষ ভেবেই মাঠে নামতে হবে। কেননা যে কোনো ম্যাচে অঘটন ঘটতে পারে। তা ছাড়া হংকংয়ের শুরুটা দারুণ হয়েছে। উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ১৯-১ গোলে পরাজিত করেছে। তাই সতর্ক হয়েই লড়তে হবে। ১৩ মার্চ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে বাছাইপর্ব থেকে পাঁচটি দেশ সুযোগ পাবে। সেক্ষেত্রে বাংলাদেশ হকি দল এশিয়ান গেমস খেলবে তা নিয়ে সংশয় নেই। তবে বাংলাদেশের টার্গেট চ্যাম্পিয়ন হয়েই ইন্দোনেশিয়া যেতে। এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে স্বাগতিক ওমানের সঙ্গেই। যদিও বাংলাদেশকে হারানোর রেকর্ড রয়েছে ওমানের। কিন্তু হারুন বলছেন যে প্রস্তুতি নিয়ে আমরা এসেছি তাতে শিরোপা জেতার আশা রাখি।

সর্বশেষ খবর