রবিবার, ১১ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ভারতীয় ক্রিকেটারদের অনুশীলন লাগে না!

ক্রীড়া ডেস্ক

ভারত সব শেষে অনুশীলন করেছে কবে? মনে করতে একটু সময়ই লাগল। রোহিত শর্মার দল সব শেষ অনুশীলন করেছে নিদাহাস ট্রফি শুরুর আগের দিন ৫ মার্চ। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলে ৬ মার্চ। একদিন বিরতিতে বাংলাদেশের বিপক্ষে খেলে জিতে যায়। টানা দুই ম্যাচের ধকল কাটাতে টানা দুই দিন বিশ্রামে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। সোমবার তাদের ম্যাচ, তাই রবিবার অনুশীলনে নামবেন রোহিতরা।

তাহলে কি ম্যাচের জন্য ভারতের অনুশীলনের প্রয়োজন পড়ে না। রোহিত শর্মা জানালেন, আসলে বিষয়টি তা নয়। অনুশীলনটা নির্ভর করে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর। প্রচণ্ড গরমে ম্যাচ খেলতে হচ্ছে। তাই দুই দিন বিশ্রাম পেয়েছি। তবে বিশ্রামে থাকলেও হোটেলে আমরা নিজেদের ভুল-ত্রুটি নিয়ে আলোচনা করেছি। সামনের ম্যাচের পরিকল্পনাও এঁকে ফেলেছি।

রোহিত বলেন, এক ম্যাচ হেরেছি, এক ম্যাচ জিতেছি। ফাইনাল এখনো আমাদের নিশ্চিত নয়। তাই সবাইকে বাকি দুই ম্যাচে সেরা খেলাটাই খেলতে হবে।

সর্বশেষ খবর