মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিশোধ ভারতের

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কাকে হারিয়ে প্রতিশোধ ভারতের

বৃষ্টিবিঘ্নিত ১৯ ওভারের ম্যাচে শুরুটা দুর্দান্ত করলেও লঙ্কানদের রানের গতি থামিয়ে দেন শার্দুল ঠাকুর। তিনি ২৭ রানে ৪ উইকেট শিকার করে শ্রীলঙ্কার বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ান। ম্যাচটা ভারত জিতে নেয় ৬ উইকেটে—এএফপি

বৃষ্টির কারণে নিদাহাস ট্রফিতে ভারত-শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে। তবে সোয়া ঘণ্টা দেরি হলেও উভয় ইনিংস থেকে কাটা হয়েছে মাত্র একটি করে ওভার। অর্থাৎ দুই দলকেই খেলতে হবে ১৯ ওভার করে। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচ ভারত জিতে নিল ৬ উইকেটে। নিদাহাস ট্রফিতে যেন একটা অলিখিত নিয়ম হয়ে গেছে, যারা টস জিতে তারা ম্যাচ জিতে। অর্থাৎ প্রথম তিন ম্যাচেই যে দল টস জিতেছে তারা প্রথম ফিল্ডিং নিয়েছে এবং জয় পেয়েছে। শেষ ম্যাচে তো বাংলাদেশ ২১৫ রানের পাহাড়সম টার্গেট টপকেও জিতেছে। তাই গতকাল টস জিতে ফিল্ডিং নিতে ভুল করেননি ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন লঙ্কান ব্যাটসম্যানরা। অবশ্য শেষ দিকে ভারতীয়দের বোলিং তোপে ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৫৫ (৩৮ বলে) রান করেন কুশল মেন্ডিস। এ ছাড়া থারাঙ্গা ২২, সানাকা ১৯, গুনাতিলক ১৭ ও থিসারা পেরেরা ১৫ রান করেন। ভারতীয়দের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট (২৭ রানে) শিকার করেন শার্দুল ঠাকুর। এ ছাড়াও সুন্দর ২টি এবং উনাদকাট, চাহাল ও শঙ্কর একটি করে উইকেট শিকার করেন। ১৫৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে উইকেট হারালেও ভালোই খেলছিলেন রায়না-পান্ডেরা। রোহিত শর্মা (১১), ধাওয়ান (৮), রাহুল (১৮) আউট হলেও রায়না-পান্ডে জুটি দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিল। রায়না ২৭ রান করে আউট হন। এরপর ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেন পান্ডে (৪২*) ও কার্তিক (৩৯*)। ১৭.৩ ওভারেই জয় তুলে নেয় ভারত।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ১৫২/৯ ১৯ ওভার (কুশল মেন্ডিস ৫৫, থারাঙ্গা ২২, শার্দুল ৪/২৭)

ভারত : ১৫৩/৪ ১৭.৩ ওভার (পান্ডে ৪২, কার্তিক ৩৯, ধনঞ্জয় ২/১৯)

ফল : ভারত ৬ উইকেটে জয়ী।

সর্বশেষ খবর