মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

অগ্রণী ব্যাংক রূপগঞ্জ খেলাঘরের জয়

ক্রীড়া প্রতিবেদক

নবম রাউন্ড শেষে ওয়ালটন প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে সবার ওপরে অবস্থান করছে আবাহনী। দলটির পয়েন্ট ৭ জয়ে ১৪। দ্বিতীয় স্থানে  লিজেন্ড অব রূপগঞ্জ। দলটি গতকাল ২৮ রানে হারিয়েছে কলাবাগান ক্রীড়া চক্রকে। দিনের অন্য ম্যাচে অগ্রণী ব্যাংক ৩ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ব্যাংকের এটা তৃতীয় জয় এবং ব্রাদার্সের পঞ্চম হার। শেখ জামালকে ৬ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজকল্যাণ সংস্থা। খেলাঘরের পঞ্চম জয়ের ম্যাচে শেখ জামালের পঞ্চম হার। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকীর ২০০ রানের জুটিতে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৯ রান করে ব্রাদার্স ইউনিয়ন। মিজান ১০২ রানের ইনিংস খেলেন। জুনায়েদ ৯২ রান করেন। ২৯০ রানের টার্গেটে খেলতে নেমে অগ্রণী ব্যাংক তৃতীয় জয় পায় ৩ উইকেটে। ব্যাংকের জয়ের চার নায়ক চার হাফসেঞ্চুরিয়ান আজমির ৬৫, সালমান ৬৩, দেওয়ান ৭০ ও জাহিদ ৫৫ রান করেন। লিজেন্ড অব রূপগঞ্জ ২৮ রানে হারিয়েছে কলাবাগানকে। রূপগঞ্জ প্রথমে ব্যাট করে সালাউদ্দিন পাপ্পুর ১২৫ রানে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৪ রান করে।

৩১৫ রানের টার্গেটে খেলতে নেমে মোহাম্মদ আশরাফুলের ৬৪ রান ও গোস্মামীর ৭৫ রানে ভর করে ৪৯.৫ ওভারে ২৮৮ রান করে কলাবাগান। শেখ জামাল ৪৮ ওভারে ১৬৭ রানে গুটিয়ে যায়। খেলাঘর ১০ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয়।

সর্বশেষ খবর