মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ ০০:০০ টা

ম্যানইউর অগ্নিপরীক্ষা

ক্রীড়া ডেস্ক

নিজেদের মাঠে হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছিল স্প্যানিশ ক্লাব সেভিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোলর প্রথম লেগে গোল শূন্য ড্র করেছিল দুই দল। অ্যাওয়ে ম্যাচে গোল না পাওয়ায় বিপদেই আছে রেড ডেভিলরা। আজ হোম ম্যাচে জয়ের বিকল্প নেই মরিনহোর শিষ্যদের সামনে। অন্যদিকে সেভিয়া ১-১ কিংবা তার বেশি ব্যবধানে ড্র করলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে পারবে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষ চারে না থাকলেও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার সুযোগ পায় ম্যানইউ। চেনা আসরে ফিরেই দুর্দান্ত খেলতে থাকে রেড ডেভিলরা। তবে নকআউট পর্বে তাদেরকে ‘অগ্নিপরীক্ষা’ই দিতে হচ্ছে। প্রথম লেগ গোল শূন্য ড্র হওয়ায় দ্বিতীয় লেগ আরও কঠিন হয়ে গেছে তাদের জন্য। আজ জয়ের কোনো বিকল্প নেই ম্যানইউর সামনে। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শেষ ষোল’র দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে ইতালিয়ান ক্লাব রোমা ও ইউক্রেনিয়ান ক্লাব শাখতার ডনেস্ক। প্রথম লেগে শাখতার নিজেদের মাঠে ২-১ গোলে হারিয়েছিল রোমাকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর