বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

আবাহনী-বেঙ্গালুরু মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

আবাহনী-বেঙ্গালুরু মুখোমুখি

অতীত ভুলে ঢাকা আবাহনী চাচ্ছে এএফসি কাপে ঘুরে দাঁড়াতে। ঘরোয়া ফুটবলে দলটির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ নেই। পেশাদার লিগে ১০ আসরে ছয়বারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সব মিলিয়ে ১৭ বার লিগ জয়ের কৃতিত্ব রয়েছে আবাহনীর। এ ছাড়া অন্যান্য ট্রফি তো আছেই। অথচ ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হলেও ঢাকা মোহামেডান লিগ জিতেছে ১৯ বার।

ঘরোয়া ফুটবলে দেশের ১ নম্বর সফল দল হলেও আন্তর্জাতিক আসরে সেভাবে ঘুরে দাঁড়াতে পারছে না। আগে এশিয়ান ক্লাব কাপ ও এখন এএফসি কাপে কখনো চূড়ান্ত পর্বে খেলতে পারেনি আবাহনী। তবে এক্ষেত্রে মোহামেডানকে ব্যতিক্রমী বলা যায়। দুবার এশিয়ান ক্লাব কাপে চূড়ান্তপর্বে খেলেছে। হারিয়েছে ইরান চ্যাম্পিয়ন পিরুজির মতো বিখ্যাত দলকে। কাতারের আল সাদ ও উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভের সঙ্গে ড্র করেছে।

অতীতের ব্যর্থতা ঝেড়ে আবাহনী এবার ঘুরে দাঁড়াতে চাচ্ছে। প্রথম পর্ব পেরিয়ে পরবর্তী রাউন্ডে খেলতে চাচ্ছে আবাহনী। সেই পথে যেতে পারবে কিনা সংশয় রয়েছে। কেননা ঘরের মাঠে প্রথম ম্যাচেই আবাহনী হেরে গেছে মালদ্বীপ চ্যাম্পিয়ন নিউ রেডিয়ান্টের কাছে। পারফরম্যান্সের বিচারে এই ফল স্বাভাবিক বলা যায়। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দল জয় পাচ্ছে না মালদ্বীপের বিপক্ষে। সেখানে তাদের চ্যাম্পিয়ন দল জিতবে সেটাই তো স্বাভাবিক।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আবাহনী ১-০ গোলে হেরে যায়। অথচ ম্যাচের চেহারা অনুযায়ী ফলটা হয়েছে উল্টো। ৯০ মিনিট লড়াই ফিফটি ফিফটি হলেও গোল করার সুযোগ আবাহনীই বেশি পেয়েছিল। নাইজেরিয়ান সানডে চিজোবা একাই তিনটি সুযোগ হাত ছাড়া করেন। এর মধ্যে আবার দুটিই ফাঁকা নেট। সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচটি জিততে পারত আবাহনী।

ঘরের মাঠে পারেনি। আজ অ্যাওয়ে ম্যাচে কী করবে বাংলাদেশ চ্যাম্পিয়নরা? বেঙ্গালুরুর মাঠে বেঙ্গালুরু এএফসির বিপক্ষে। শ্রী কান্তি রাভা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। লালকার্ড পাওয়ার কারণে আবাহনীর সানডে আজ খেলতে পারছেন না। ১১ এপ্রিল গৌহাটি ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক মাঠে আবাহনীর পরবর্তী ম্যাচ ভারতের আইজলের বিপক্ষে। ২৫ এপ্রিল ঢাকায় আইজল, ২ মে মালদ্বীপ রেডিয়ান্ট ও ১৬ মে ঢাকায় বেঙ্গালুরুর বিপক্ষে খেলবে আবাহনী।

সর্বশেষ খবর