বুধবার, ১৪ মার্চ, ২০১৮ ০০:০০ টা

নেপালে বিমান দুর্ঘটনায় লা লিগার সমবেদনা

ক্রীড়া ডেস্ক

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনার খবরে শোকস্তব্ধ পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনও এই তালিকার বাইরে নেই। এ দুর্ঘটনার খবর শোনার পর সমবেদনা জানিয়েছে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগ লা লিগা কর্তৃপক্ষও। নিজেদের ফেসবুক পেজে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি দিয়ে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে লা লিগা। এই পোস্টে লা লিগা কর্তৃপক্ষ লিখেছে, ‘সোমবার কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের পাশে আছে লা লিগা।’ ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় ৬৭ জন যাত্রীসহ মোট ৭১ জনের মধ্যে ৫০ জনই নিহত হয়েছেন। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ১৮ মিনিটে ৪ জন ক্রুসহ ৬৭ জন যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দুনিয়াই।

সর্বশেষ খবর